
Realme Mobile Phones
রিয়ালমি চিনের কোম্পানি বিবিকে ইলেট্রনিক্সের অধীনস্থ সংস্থা। এই ব্র্যান্ডের স্মার্টফোনের লক্ষ্য মূলত তরুণ ক্রেতারা। সেইসঙ্গে ২০ হাজার টাকার কম দামের ফোন ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়াও কোম্পানির লক্ষ্য। প্রাক্তন ওপ্পো ভিপি স্কি লি-র নেতৃত্বাধীন এই সংস্থার যাত্রা শুরু ২০১৮-র মে মাসে।রিয়ালমি-র সাম্প্রতিক মোবাইল লঞ্চ হল সি ১২। রিয়ালমি সি১২ ২.৩ জিএইচজেড অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি৩৫ (এমটি৬৭৬৫) প্রোসেসর চালিত। এর র্যাম ৩ জিবি। ফোনটির ৩১ জিবি ইন্টারন্যাল স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যায়। সি ১২ স্মার্টফোনের রিয়ারে রয়েছে ১৩ মেগাপিক্সেল +২ মেগাপিক্সেল+২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সেলফির জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট শ্যুটার।
TV
Appliances
Accessories
































