Spice Mobile Phones

Spice Mobile Phones

স্পাইস মোবিলিটি লিমিটেড স্পাইস একটি ভারতীয় মোবাইল প্রস্তুতকারী কোম্পানি। এই কোম্পানির রয়েছে বেশ কিছু স্মার্টফোন ও ফিচারফোন। এরমধ্যে বেশিরভাগের লক্ষ্য এন্ট্রি লেভেল ও মিড প্রিমিয়াম সেগমেন্ট। কোম্পানির সাম্প্রতিক স্মার্টফোন এফ ৩১১ লঞ্চ করেছিল ২০১৮-র জুলাই। এই ফোনে রয়েছে ১৩.৮৪ সেমি (৫.৪৫) এফডব্লুভিজিএ ডিসপ্লে, ৫.০ এমপি এএফ রিয়ার ক্যামেরা ও ফিঙ্গার পয়েন্ট সেন্সর। ফোনটি অ্যান্ড্রয়েড ৮.১ চালিত।