Xiaomi Mobile Phones

Xiaomi Mobile Phones

চিনের শাওমি কোম্পানির যাত্রা শুরু হয়েছিল ২০১০-এ। স্মার্টফোন, মোবাইল অ্যাপ, ল্যাপটপ, ইয়ারফোন, ফিটনেসের মতো ইলেট্রনিক পণ্যের ক্ষেত্রে লগ্নি করে এই কোম্পানি। ২০১১-তে প্রথম স্মার্টফোন লঞ্চের পর কোম্পানি জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে। কোম্পানি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের জন্য তাদের এমআইইউআই নামে নিজস্ব ওএস গড়ে তোলে। কোম্পানি সম্প্রতি ভারতে রেডমি ৯ প্রাইম লঞ্চ করেছে। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে হাই পারফরম্যান্স হেলিও জি ৮০ প্রোসেসর ও শক্তিশালী ৫০২০ এমএএইচ ব্যাটারি। মিন্ট গ্রিন, স্পেস ব্লু, ম্যাট ব্ল্যাক ও সানরাইজ ফ্লেয়ার-এই চার রঙে ফোনটি পাওয়া যাচ্ছে। গত ১১ অগাস্ট শাওমি এমআই ১০ আল্ট্রা ও রেডমি কে৩০ আল্ট্রা লঞ্চ করেছিল। এমআই আল্ট্রা ১০-এ রয়েছে ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫+ প্রোসেসর। অন্যদিকে কে৩০ আল্ট্রা-তে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসন ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, ১০০০ + প্রোসেসর সহ ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে। কোম্পানি সম্প্রতি এমআই টিভি এলইউএক্স ওলেড ট্রান্সপারেন্ট এডিশন, একটি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট টিভি প্রকাশ করেছে।