BSA Gold Star 650 ভারতে আনছে মহিন্দ্রা, ২০২২-এ লঞ্চ
BSA Gold Star 650 Launch: দেশের মাটিতে ইতিমধ্যেই ৬৫০ সেগমেন্টে দাপিয়ে বেড়াচ্ছে Royal Enfield Interceptor 650, Royal Enfield Continental 650। ভারতে এই বাজার ধরতেই আসছে বিএসএ গোল্ডস্টার ৬৫০।
নয়াদিল্লি: ব্রিটিশ ভিন্টেজ মোটরবাইক এবার আসতে চলেছে ভারতে।মহিন্দ্রার (Mahindra)হাত ধরে দেশের রাস্তায় নামবে BSA Gold Star 650। সম্প্রতি ব্রিটেনে লঞ্চ হয়েছে এই মডেল।এবার শুধু ভারতে আসার অপেক্ষা।
BSA Gold Star 650 Launch: কার সঙ্গে হবে টক্কর ?
দেশের মাটিতে ইতিমধ্যেই ৬৫০ সেগমেন্টে দাপিয়ে বেড়াচ্ছে Royal Enfield Interceptor 650, Royal Enfield Continental 650। ভারতে এই বাজার ধরতেই আসছে বিএসএ গোল্ডস্টার ৬৫০।তবে এই বাইকের মাধ্যমেই প্রতিযোগিতার মুখে পড়বে Kawasaki W800 ও Triumph Street Twin। এক কথায় বলতে গেলে মিড ওয়েট বাইক ক্যাটিগরিতে ধামাকা করতে পারে এই পারফরম্যান্স টু-হুইলার।
BSA Gold Star: ইতিহাস ও ঐতিহ্য
ভিন্ডেজ বাইকের নাম জুড়ে রয়েছে এই কোম্পানির সঙ্গে। ১৯৩৮-১৯৬৩ সাল পর্যন্ত ব্রিটেনের বাজারে দাপিয়ে বেড়ায় এই বাইক। কোম্পানির ৩৫০, ৫০০ সিসির বাইকে ছিল সিঙ্গল সিলিন্ডার ফোর স্ট্রোক ইঞ্জিন। সেই সময় এই পাওয়ার বাইকের ফ্যান ছিল প্রায় সব বাইকার। যদিও বরাবরই ক্রজার বাইক সেগমেন্টে বাইক লঞ্চ করে এসেছে BSA Gold Star।
BSA Gold Star: ইঞ্জিন ও স্পেকস
এবার ৩৫০,৫০০ সিসি সেগমেন্ট থেকে বেরিয়ে এল কোম্পানি। নতুন বাইকে দেওয়া হয়েছে ৬৫০ সিসি সিঙ্গল সিলিন্ডার DOHC ইঞ্জিন। যা পুরোনো মডেলের থেকে অনেক বেশি পাওয়ারফুল ও রিফাইন। তবে ইঞ্জিনের ক্ষমতা বাড়ালেও বদল করা হয়নি বাইকের ক্লাসিক ডিজাইন। কোম্পানির দাবি, বাইক থেকে ৪৪ বিএইচপি পাবেন বাইকাররা। মনে করা হচ্ছে, জ্বালানির দিক থেকেও Royal Enfield Interceptor 650, Royal Enfield Continental 650-র মতো মাইলেজ দেবে এই বাইক। যা ভারতের প্রোডাকশন মডেলেও অক্ষুন্ন থাকবে। ব্রেম্বো ডিস্ক, ট্যুইন রেয়ার শক অ্যাবসরবার, ট্যুইন পড ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে বাইকে।
2022 BSA Gold Star:ব্রিটেনে ডিজাইন, ভারতে তৈরি
ব্রিটেনের মারকিউ সেন্টারে ডিজাইন করা হয়েছে BSA Gold Star 650 । তবে এই বাইক তৈরি করা হবে ভারতে। তবে শুধু পেট্রল ইঞ্জিনই নয়, শীঘ্রই ইলেকট্রিক বাইকও বিশ্ব বাজারে লঞ্চ করবে এই কোম্পানি।