Electric scooter Bounce: ব্যাটারি ছাড়াই কিনতে পারবেন ইলেকট্রিক স্কুটার, দিশা দেখাচ্ছে Bounce
Bounce Electric scooter: ভাল ইলেকট্রিক স্কুটার কিনতে আর লাখ টাকা দিতে হবে না। ৪৫,০৯৯ টাকায় পাবেন Bounce Infinity e1 electric scooter। কম দামে ইলেকট্রিক স্কুটার দিতে অভিনব পথে হেঁটেছে এই স্টার্টআপ।
Bounce Infinity e1 electric scooter launched: বদলে গেল ইলেকট্রিক স্কুটার সম্পর্কে দেশবাসীর ধারণা। ব্যাটারি ছাড়াই ইলেকট্রিক স্কুটার কেনার ব্যবস্থা করল বেঙ্গালুরুর কোম্পানি বাউন্স (Bounce Infinity e1)। যার ফলে আর দামী রইল না ইলেকট্রিক স্কুটার(electric scooter)।
Bounce Electric scooter: ভাল ইলেকট্রিক স্কুটার কিনতে আর লাখ টাকা দিতে হবে না। ৪৫,০৯৯ টাকায় পাবেন Bounce Infinity e1 electric scooter। ক্রেতাদের কম দামে ইলেকট্রিক স্কুটার দিতে এক অভিনব পথে হেঁটেছে এই স্টার্টআপ কোম্পানি। যেখানে ব্যাটারি ছাড়াই কেনা যাবে এই স্কুটার।পাশাপাশি ব্যাটারি-সহ এই ইলেকট্রিক স্কুটার কিনতে দাম পড়বে
৬৮,৯৯৯ টাকা।
Electric scooter Bounce: ব্যাটারি ছাড়া চালাবেন কীকরে ?
কোম্পানি জানিয়েছে, কম দামে এই ইলেকট্রিক স্কুটার দিলেও ব্যাটারির আলাদা ব্যবস্থা করা হয়েছে। যেখানে ভাড়ায় ব্যাটারি নিতে পারবেন ক্রেতারা। Bounce-এর ইলেকট্রিক ব্যাটারির নেটওয়ার্কে পাওয়া যাবে সেই পাওয়ার ব্যাঙ্কগুলি। একবার ব্যাটারির চার্জ শেষ হলে এই নেটওয়ার্ক থেকে সহজেই ভাড়ায় ব্যাটারি পেয়ে যাবেন গ্রাহক। সেখানে নতুন করে নিজেকে ব্যাটারি চার্জের বিষয়েও ভাবতে হবে না। ভাড়া দিলেই বাউন্স নেটওয়ার্কে পেয়ে যাবেন চার্জেবল ব্যাটারি। ভারতের বুকে এই প্রথম এ রকম ইলেকট্রিক স্কুটার পাওয়া গেল।
Bounce Electric scooter Feature: এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে ২ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। যা ৮৩ নিউটন মিটার টর্ক দেয়। স্কুটারে ৬৫ কিলোমিটারের টপ স্পিড রয়েছে। সাধারণ চার্জার দিয়ে এই স্কুটার চার্জ করতে সময় লাগে ৫ ঘণ্টা। দু-চাকায় রয়েছে রিভার্স মোড, ক্রুজ কন্ট্রোল, অ্যান্টি থেফট সিস্টেম, টো-অ্যালার্ট ছাড়াও জিও ফেন্সিংয়ের মতো ফিচার। এখানেই শেষ হয় না স্কুটারের ফিচার। ইউজার চাইলে স্কুটারের চার্জের অবস্থা সম্পর্কেও জানতে পারবেন।
Bounce Electric scooter Launched: কবে পাবেন এই স্কুটার ?
সব মিলিয়ে স্কুটারে রয়েছে ৫টি রঙের অপশন। কিছু রাখার জন্য দেওয়া হয়েছে ১২ লিটারের বুট স্পেস। আগামী ২০২২ সালের মার্চ মাসে ডেলিভারি শুরু করবে কোম্পানি।
আরও পড়ুন : Audi Q7 Update: ভারতে ফিরছে Audi Q7, কেমন দেখতে হবে নতুন গাড়ি ?