MG ZS EV Facelift এল বাজারে, আরও বেশি রেঞ্জের সঙ্গে থাকছে নতুন ফিচার
MG ZS EV Facelift: চার্জিং সকেটটি এখন MG লোগোর বাঁ দিকে দেখতে পাবেন। নতুন ZS ডিআরএল সহ LED হেডল্যাম্প, নতুন 17 ইঞ্চি অ্যালয় হুইল সহ একটি নতুন রেয়ার বাম্পার ও টেল-ল্যাম্প দেওয়া হয়েছে গাড়িতে।
2022 MG ZS EV Facelift: ২ বছরের মধ্যে বাজারে এসে এসে গেল গাড়ির ফেসলিফ্টেড মডেল। ভারতে সাফল্যের মুখ দেখেই এবার নতুন MG ZS EV লঞ্চ করল কোম্পানি। দেশের বৈদ্যুতিক গাড়ি বাজারে যার দাম শুরু হচ্ছে ২১.৯৯ লক্ষ টাকা।
MG ZS EV Facelift: কেমন দেখতে নতুন গাড়ি ?
গাড়ির শৈলীর ক্ষেত্রে কিছু পরিবর্তন করেছে কোম্পানি। তবে এই গাড়ি আরও বেশি রেঞ্জ ও অতিরিক্ত অনেক বৈশিষ্ট্য-সহ পাওয়া যাচ্ছে। কেবল নতুন সংস্করণেই দেখা যাবে সেই ফিচারগুলি। গাড়ি দেখতে MG Astor-এর পেট্রল সংস্করণের মতোই। তবে গাড়ি সামনের দিকে ইভি মডেলের মতোই ঢাকা দেওয়া রয়েছে। এখানে আলাদা করে কোনও গ্রিল দেখতে পারবেন না ক্রেতা। তবে সামনে নতুন বাম্পার দিয়েছে কোম্পানি।
MG ZS EV Facelift: গাড়িতে কী পরিবর্তন ?
চার্জিং সকেটটি এখন MG লোগোর বাঁ দিকে দেখতে পাবেন। নতুন ZS ডিআরএল সহ LED হেডল্যাম্প, নতুন 17 ইঞ্চি অ্যালয় হুইল সহ একটি নতুন রেয়ার বাম্পার ও টেল-ল্যাম্প দেওয়া হয়েছে গাড়িতে। গাড়ি বর্তমান ZS মডেল থেকে অনেকটাই আলাদা দেখতে। বিশেষ করে এর স্টাইলিংয়ে পরিবর্তন করেছে কোম্পানি। কেবিনে একটি বড় টাচস্ক্রিন ও ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ নতুন চেহারা দেওয়া হয়েছে ড্যাশবোর্ডে।
এবার টাচস্ক্রিন হিসাবে একটি নতুন 10.1 ইঞ্চি এইচডি স্ক্রিন দিয়েছে কোম্পানি। যেখানে স্মার্টফোন সংযোগ ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। গাড়িতে পাবেন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, প্যানোরামিক সানরুফ, 360 ডিগ্রি ক্যামেরা, ব্লুটুথের মাধ্যমে পরিচালিত ডিজিটাল কি, পিছনের আর্মরেস্ট ও পিছনের আসনের জন্য এসি ভেন্ট। তবে গাড়ির কিছু নিয়ন্ত্রণ ড্যাশবোর্ডের জন্যও এবার Astor-এর মতো পরিবর্তন করা হয়েছে।
MG ZS EV Facelift: MG SUV-র মতো ZS-এর সঙ্গে ADAS ফিচার দিয়েছে কোম্পানি। এছাড়াও কেভিনবোর্ডে 75 টিরও বেশি গাড়ির ফিচার যুক্ত করা হয়েছে। যেখানে iSmart বৈশিষ্ট্য ছাড়াও Caap প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষ পরিষেবা/অ্যাপের ব্যবস্থাও রয়েছে। ব্যাটারি রেঞ্জের কথা বললে, ZS-এ 50.3 kWh ব্যাটারি প্যাক দিয়েছে কোম্পানি। যা এই গাড়ির জন্য একটি বড় ব্যাটারি প্যাক হিসাবেই দেখা যেতে পারে। এই গাড়ির অফিশিয়াল রেঞ্জ 461 কিলোমিটার। এই বৈদ্যুতিক মোটর 176PS অফার করে। এমজি-র দাবি তাদের ইলেকট্রিক গাড়ির জন্য ভারত জুড়ে আবাসিক এলাকায় 1000টি এসি টাইপ 2 ফাস্ট চার্জার চালু করবে কোম্পানি। যেখানে একটি অন-বোর্ড চার্জিং কেবল দিয়ে মোট 5টি উপায়ে এই গাড়ি চার্জ করা যাবে। এ ছাড়াও গাড়ির ব্যাটারিতে রয়েছে ৮ বছরের ওয়ারেন্টি।