Anti-Sleep Alarm: গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে পড়লে থেমে যাবে চাকা! মধ্যপ্রদেশের ছাত্ররা তৈরি করল এই যন্ত্র
Auto News: দুর্ঘটনার হাত থেকে বাঁচাবে ঘুমের অ্যালার্ম। গাড়ির চালক ঘুমিয়ে পড়লেও সতর্ক থাকবে অ্যালার্ম সিস্টেম।
Auto News: দুর্ঘটনার হাত থেকে বাঁচাবে ঘুমের অ্যালার্ম। গাড়ির চালক ঘুমিয়ে পড়লেও সতর্ক থাকবে অ্যালার্ম সিস্টেম। সম্প্রতি গাড়ির চালকদের সুরক্ষায় এই অভিনব আবিষ্কার করেছে মধ্যপ্রদেশের বেশকিছু ছাত্র।
Anti-Sleep Alarm: কীভাবে কাজ করবে সিস্টেম ?
মধ্যপ্রদেশ ইন্দোরের পাঁচজন ছাত্র তৈরি করেছে এই ঘুম বিরোধী অ্যালার্ম সিস্টেম। যা চালকদের গাড়ি চালানোর সময় দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে। কোনও কারণে গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়লে এই সিস্টেমে উপস্থিত সেন্সর তা বুঝতে পারবে। সঙ্গে সঙ্গে সিস্টেম থেকে বাজারের শব্দ আসতে শুরু করবে। যাতে শব্দ শুনে চালকের চোখ খুলে যায়। এরপরও চালক চোখ না খুললে গাড়ির চাকা আটকে দেবে সিস্টেম। যেকোনও ধরনের দুর্ঘটনা এড়াতেই এই ব্যবস্থা করা হয়েছে।
Automobile News: বাস দুর্ঘটনা দেখেই এই ভাবনা
এই অ্যান্টি-স্লিপ অ্যালার্ম সিস্টেমটি তৈরি করতে তিন সপ্তাহ সময় লেগেছে, যা পাঁচজন ছাত্র মিলে তৈরি করেছে। এটি তৈরির পিছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এক ছাত্র বলেন, তিনি হোশাঙ্গাবাদ জেলায় চোখের সামনে একটি বাস দুর্ঘটনা দেখেছেন। চালকের ঘুমিয়ে পড়ার কারণে সেই দুর্ঘটনা ঘটে।
Anti-Sleep Alarm: প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া
এএনআই টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে, যাতে শিক্ষার্থীরা ঘুম বিরোধী অ্যালার্মের একটি ডেমো দিচ্ছে। এটি দেখে বেশিরভাগ ব্যবহারকারীই এর কাজের প্রশংসা করছেন। তাই কিছু ব্যবহারকারী প্রোডাকশনে যাওয়ার আগে এটি ভালভাবে পরীক্ষা করার পরামর্শও দিচ্ছেন। যাতে এটি প্রযুক্তিগতভাবে আরও নির্ভরযোগ্য করা যায়।
Autonobile News: ভারতে সড়ক দুর্ঘটনা একটি বড় সমস্যা
চালকরা গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ার কারণে দেশে বড় ধরনের সড়ক দুর্ঘটনা প্রায়শই ঘটে। যার পরিপ্রেক্ষিতে এটি একটি ভাল পদক্ষেপ। এই ঘটনাগুলির বেশিরভাগই মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে দেখা যায়, যেখানে বাস ও ট্রাক চালকরা বিশ্রাম ছাড়াই রাতে দীর্ঘ দূরত্বে গাড়ি চালান।