Multibagger Stock: ১ বছরে বেড়েছে প্রায় ২১০ শতাংশ ! মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে এই ৫ পেনিস্টক
Penny Stocks: পেনিস্টকে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ কিন্তু পছন্দ ঠিক হলে আপনি কোটিপতি হতে পারেন। এমনই ৫টি সেরা পেনিস্টক যেগুলি এই বছরেই ২১০ শতাংশ পর্যন্ত রিটার্ন এনে দিয়েছে। আপনার কেনা আছে এই স্টকগুলি ?
Stock Market: শেয়ার বাজারে মাল্টিব্যাগারের (Multibagger Stock) হদিশ খোঁজার জন্যেই অনেকে উন্মুখ হয়ে থাকেন। বিনিয়োগকারীদের প্রধান লক্ষ্যই থাকে এমন সব অজানা কোম্পানি খুঁজে বের করা যারা খুব কম সময়ের মধ্যেই বিপুল পরিমাণ রিটার্ন এনে দেবে। আর এই সব মাল্টিব্যাগার শেয়ারগুলির মধ্যে বেশ কিছু আছে যাদের বলা হয় পেনিস্টক অর্থাৎ যাদের প্রাথমিক দাম খুবই কম থাকে। বিনিয়োগ ঝুঁকিপূর্ণ কিন্তু পছন্দ ঠিক হলে আপনি কোটিপতি হতে পারেন। এমনই ৫টি সেরা পেনিস্টক দেখা গিয়েছে এই বছরেই ২১০ শতাংশ পর্যন্ত রিটার্ন এনে দিয়েছে।
Svaraj Trading & Agencies
২০২৪ সালে এই স্টকটি ২৪০ শতাংশ রিটার্ন দিয়েছে। বিগত এক মাসে এই শেয়ার থেকে বিনিয়োগকারীরা ১৮৯ শতাংশ রিটার্ন (Multibagger Stock) পেয়েছেন। এখন এই শেয়ারটি ২০.১৩ টাকায় ট্রেড করছে বম্বে স্টক এক্সচেঞ্জে। এরই মধ্যে ২০.৯৫ টাকার ৫২ সপ্তাহের সর্বোচ্চ সীমাতেও পৌঁছে গিয়েছিল এই স্টক। গত তিন মাসের হিসেব দেখলে স্বরাজ ট্রেডিংয়ের শেয়ার ২১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
Earum Pharmaceuticals
এই স্টকের দাম ৫ টাকারও কম। ৭৩.৬৪ কোটি টাকা মার্কেট ক্যাপের এই সংস্থার শেয়ারের দাম এখন ২.৯৮ টাকা। বিগত তিন মাসে এই শেয়ারের দাম বেড়েছে ১৮৪ শতাংশ এবং এই বছরে প্রায় ১৫৯ শতাংশ রিটার্ন দিয়েছে। এই সংস্থার নিজের ব্র্যান্ড নামে বাজারে মোট ১২০টি প্রোডাক্ট বিক্রি হয়। ফারমাসিউটিক্যাল পণ্য মার্কেটিং, ট্রেডিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে এই সংস্থা।
Mid East Portfolio Management
আরেকটি মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock) যা কিনা এই বছর মোট ১১৭ শতাংশ রিটার্ন দিয়েছে। এখন এই শেয়ার ট্রেড করছে ৯.০৪ টাকায়। বিগত তিন মাসে এই শেয়ার থেকে বিনিয়োগকারীরা ১২৬ শতাংশ রিটার্ন পেয়েছেন। সংস্থার মার্কেট ক্যাপ ৪.৫৫ কোটি টাকা।
Ganga Forging
এই তালিকায় আরও একটি স্টক রয়েছে। স্টিল ফোর্জিং উৎপাদনের সঙ্গে যুক্ত এই গঙ্গা ফোর্জিং সংস্থার শেয়ার শেষ এক বছরে ২৮৭ শতাংশ রিটার্ন এনে দিয়েছে। আর বিগত তিন মাসে এই শেয়ারে রিটার্নের পরিমাণ ১১৯ শতাংশ। সংস্থার বাজারগত মূলধন ১৭৬ কোটি টাকা। বর্তমানে এই সংস্থার শেয়ার ১৫.৯০ টাকায় ট্রেড করছে।
Continental Securities
মাল্টিব্যাগার পেনিস্টকের (Multibagger Stock) তালিকায় সবশেষে রয়েছে কন্টিনেন্টাল সিকিউরিটিজ। এই নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি মূলত গোল্ড লোনের সঙ্গে যুক্ত। এই বছরে ১০৭ শতাংশ রিটার্ন এনে দিয়েছে এই শেয়ার। শেষ তিন মাসে এসেছে ১২২ শতাংশ রিটার্ন।
(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)
আরও পড়ুন: Stock Market: ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান ? মাথায় রাখুন এই ৫ বিষয়