5G Spectrum Auction: 5G-র নিলামে অংশ নেবে দেশের এই ৪ সংস্থা, শেষ মুহূর্তে 'নতুন এন্ট্রি'
Adani Group : দেশের বৃহত্তম টেলিকম কোম্পানির সঙ্গে 5G-নিলামে অংশ নেবে একেবারে নতুন সংস্থা। এই দরপত্রের সঙ্গেই দেশের বাজারে টেলিযোগাযোগ ক্ষেত্রে প্রবেশ করতে চলেছে এই নামী কোম্পানি।
Adani Group In Telecom Sector: দেশের বৃহত্তম টেলিকম কোম্পানির সঙ্গে 5G-নিলামে অংশ নেবে একেবারে নতুন সংস্থা। এই দরপত্রের সঙ্গেই দেশের বাজারে টেলিযোগাযোগ ক্ষেত্রে প্রবেশ করতে চলেছে এই নামী কোম্পানি। সম্প্রতি 5G-র নিলামে অংশগ্রহণকারী কোম্পানিগুলির নাম ঘোষণা করেছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস (DOT)। জেনে নিন, কারা আছে তালিকায়।
5G Spectrum Auction: এই কোম্পানিগুলি রয়েছে ৫জির যুদ্ধে
কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রকের তরফে জানানো হয়েছে , আদানি গ্রুপের টেলিকম সংস্থা আদানি ডেটা নেটওয়ার্কস লিমিটেড 5G স্পেকট্রামের নিলামে অংশগ্রহণের অনুমতি পেয়েছে। আদানি ডেটা নেটওয়ার্ক লিমিটেড ছাড়াও এই নিলামে নাম রয়েছে রিলায়েন্স জিও ইনফোকম, ভোডাফোন আইডিয়া ও ভারতী এয়ারটেলের। DOT জানিয়েছে, ২৬ জুলাই থেকে 5G স্পেকট্রামের নিলাম শুরু হবে।
5G Mobile Network: কত বছরের জন্য স্পেকট্রাম বিক্রি
২০ বছরের জন্য 5G স্পেকট্রাম বরাদ্দ করা হবে সেরা দরপত্র হাঁকা কোম্পানিকে। ৪.৩ লক্ষ কোটি টাকার ৭২,০৯৭ মেগাহার্টজের স্পেকট্রাম নিলাম করা হবে। গত মাসেই, 5G স্পেকট্রামের দামের জন্য TRAI-এর সুপারিশ অনুসরণ করে মন্ত্রিসভা নিলামের অনুমতি দিয়েছিল। 5G স্পেকট্রামে দরদাতাদের বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হবে। নিলামে অর্জিত স্পেকট্রামের জন্য কোনও অগ্রিম টাকার প্রয়োজন হবে না। প্রতি আর্থিক বছরের শুরুতে ২০টি কিস্তিতে টাকা পরিশোধ করা যাবে।
5G Spectrum Auction: কী বলছে আদানি গ্রুপ ?
শেষ মূহূর্তে ৫জির নিলামে আদানি গোষ্ঠীর এন্ট্রি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, এবার দেশের টেলিকম বাজারে রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়ার সঙ্গে প্রতিযোগিতায় নামবে আদানি গ্রুপ। যদিও কোম্পানির তরফে জানানো হয়েছে, সাধারণ ব্যবহারকারীদের জন্য মোবাইল পরিষেবায় প্রবেশ করছে না কোম্পানি। স্পেকট্রামটিকে বিমানবন্দর থেকে একটি প্রাইভেট নেটওয়ার্ক হিসাবে বন্দর, পাওয়ার ট্রান্সমিশন ও ব্যবসা সম্প্রসারণ, সাইবার নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবহার করা হবে।
আরও পড়ুন : ATM Rules: এটিএম থেকে ৪ বারের বেশি টাকা তুললে কাটবে ১৭৩ টাকা ! আপনি পেয়েছেন এই মেসেজ ?