Aadhaar Card: আধার কার্ডে বড় বদল আনছে কেন্দ্র, আপডেটের ক্ষেত্রে নাগরিকরা পাবেন এই সুবিধে
Aadhaar Card Update: এই নতুন অ্যাপের কিউ-আর ফিচার্সের মাধ্যমে আধারের তথ্যের অপব্যবহার রোধ করা হবে। কী কী বদল এল আধারে ? নাগরিকরাই বা কী সুবিধে পাবেন ?

Aadhaar Card Update: আধার কার্ড নিয়ে বড় বদল আনছে কেন্দ্র। এবার থেকে আর নাগরিকদের সঙ্গে করে আধার কার্ড বহন করতে হবে না যাচাইকরণের জন্য। আবার আধার কার্ড আপডেটের জন্যও আর কোনও আধার কেন্দ্রে গিয়ে লাইনও দিতে হবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-এর পক্ষ থেকে একটি নতুন সিস্টেম চালু করার প্রস্তুতি নিচ্ছে যা নাগরিকদের তাদের আধারের বিবরণ ইলেক্ট্রনিকভাবে এবং সম্পূর্ণরূপে বা মাস্কড অবস্থায় একটি কিউআর কোড-ভিত্তিক অ্যাপের মাধ্যমে শেয়ার করার অনুমোদন দেবে। এর মূল উদ্দেশ্য হল আধার কার্ডের ফোটোকপি জমা দেওয়ার ঝামেলা সম্পূর্ণরূপে দূর করা এবং লক্ষ লক্ষ ব্যবহারকারীর কাছে আধার যাচাইকরণ প্রক্রিয়া সহজতর করে তোলা।
সংবাদসূত্রে জানা গিয়েছে যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আগামী নভেম্বর মাসের মধ্যেই একটি প্রোটোকল চালু করার পরিকল্পনা করেছে যেখানে ব্যক্তিদের কেবল আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যানের মত বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার জন্য আধার কেন্দ্রগুলিতে যেতে হবে না আর। ঠিকানা বদল সহ অন্যান্য সমস্ত ব্যক্তিগত তথ্য আপডেট স্বয়ংক্রিয়ভাবেই করা যাবে যেমন বার্থ সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন রেকর্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট, প্যানকার্ড এবং পিডিএস বা মনরেগার মত সরকারি ডেটাবেস থেকে এই তথ্য সংগ্রহ করা হবে। আধিকারিকদের মতে এই আধার যাচাইকরণের মধ্যে বিদ্যুৎ বিলের তথ্যও অন্তর্ভুক্ত করা হচ্ছে প্রামাণ্য তথ্য প্রমাণ হিসেবে। এতে সুবিধে আরও বাড়বে নাগরিকদের।
নতুন অ্যাপে আধারের তথ্য শেয়ার করায় পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে নাগরিকদের
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিইও ভুবনেশ কুমার টাইমস অফ ইন্ডিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে কর্তৃপক্ষ ইতিমধ্যেই এক লক্ষ মেশিনের মধ্যে ২০০০ মেশিনে এই নতুন তৈরি অ্যাপ সজ্জিত করেছে। তাঁর কথায়, 'এবার আপনি ঘরে বসেই আঙুলের ছাপ ও আইরিস তথ্য দেওয়া ছাড়া সমস্ত রকম আপডেট করতে পারবেন আপনার আধার কার্ডে। এর মধ্যে রয়েছে ঠিকানা আপডেট, ফোন নম্বর বদল, নাম সংশোধন এবং ভুল জন্মতারিখ সংশোধন।'
এই নতুন অ্যাপের কিউ-আর ফিচার্সের মাধ্যমে আধারের তথ্যের অপব্যবহার রোধ করা হবে। এটি হোটেল চেক-ইন থেকে শুরু করে ট্রেনে রিয়েল-টাইম যাচাইকরণ পর্যন্ত বিভিন্ন উদ্দেশ্যে পরিচয় তথ্য নিরাপদে ও সম্মতির নিরিখে শেয়ার করার সুযোগ দেবে। ভুবনেশ কুমার আরও জানান যে এই নতুন পদ্ধতির মাধ্যমে নাগরিকদের নিজস্ব তথ্যের উপরে নিয়ন্ত্রণ আরও বাড়বে।
এই সংস্থা সম্পত্তির লেনদেনের ক্ষেত্রেও আধার যাচাইকরণের সম্প্রসারণ বিষয়ে কাজ করে চলেছে। এই ক্ষেত্রটি প্রায়ই জালিয়াতির ঝুঁকিতে থাকে। এবার থেকে এই নতুন নিয়মে সাব-রেজিস্ট্রার এবং রেজিস্ট্রাররা সম্পত্তি নিবন্ধনকারী ব্যক্তিদের পরিচয়পত্র যাচাই করার জন্য আধার ব্যবহার করতে পারেন। এর ফলে জালিয়াতিমূলক কার্যকলাপ বৃদ্ধি পাবে।
তথ্যসূত্র: টাইমস অফ ইন্ডিয়া






















