Aadhaar Card Data Leak: সাবধান ! আপনার আধার, প্যান কার্ডের ডেটা ফাঁস করছে এই দুই সাইট
Pan Card Data Leak: জেনে নিন, কোন কোন সাইট থেকে আপনার তথ্য় প্রকাশ্যে এসেছে।
Pan Card Data Leak: গোপন তথ্য় আর রবে না গোপনে। আপনার প্য়ান (Pan Card) আধার কার্ডের (Aadhaar Card) নথি প্রকাশ্য়ে এনে দিচ্ছে দুই সাইট। তড়িঘড়ি খবর জানতে পেরে এই দুই সাইটকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। জেনে নিন, কোন কোন সাইট থেকে আপনার তথ্য় প্রকাশ্যে এসেছে।
কী ক্ষতি হতে পারে আপনার
নাগরিকদের আধার কার্ড এবং প্যান বিশদ শেয়ার করে এমন ওয়েবসাইটগুলিতে ইতিমধ্যেই চিহ্ণিত করেছে সরকার। কেন্দ্র তাদের মধ্যে অন্তত দুটি ব্লক করেছে, যা ব্যক্তিগত ডেটা ফাঁসের সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) এবং ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন) বিষয়টি বিবেচনা করেছে।
কী বলছে সরকার
তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় একটি প্রকাশিত বিবৃতিতে বলেছে যে সরকার একটি উন্মুক্ত, নিরাপদ, বিশ্বস্ত এবং জবাবদিহিমূলক ইন্টারনেটের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটি ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের (MeitY) নজরে এসেছে। কয়েকটি ওয়েবসাইট ভারতীয় নাগরিকদের আধার কার্ড এবং প্যান বিবরণ সহ সংবেদনশীল সনাক্তযোগ্য তথ্য প্রকাশ করছে। বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং সরকার নিরাপদ সাইবার নিরাপত্তা অনুশীলনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এমনই বলেছে সরকার।
কী কাজ করে ওয়াবসাইটগুলি
ওয়েবসাইটগুলি আধার (আর্থিক এবং অন্যান্য ভর্তুকি, সুবিধা এবং পরিষেবাগুলির) এর ধারা 29(4) লঙ্ঘন করায় UIDAI পদক্ষেপ নিয়েছে। কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে৷ CERT-In ওয়েবসাইটগুলি দেখেছে এবং এই ওয়েবসাইটগুলিতে নিরাপত্তা ত্রুটির বিষয়ে পরামর্শ দিচ্ছে।
কারা প্রকাশ্য়ে এনেছে এই খবর
মানিকন্ট্রোলে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ইন্ডিয়ান অ্যারোস্পেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং দ্য স্টার কিডজ দুটি ওয়েবসাইট নাগরিকদের আধার ডেটা প্রকাশ করছে বলে দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে ইন্ডিয়ান অ্যারোস্পেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 26 সেপ্টেম্বর রিপোর্ট লেখা পর্যন্ত তথ্য প্রকাশ করছিল।স্টার কিডজ 26 সেপ্টেম্বর পর্যন্ত শিশুদের আধার বিবরণ শেয়ার করেছে বলে জানা গেছে। একজন উদ্যোগী পুঁজিপতি বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন।