(Source: ECI/ABP News/ABP Majha)
Aadhaar-Ration Card Link: বাড়ল রেশন ও আধার কার্ড লিঙ্কের সময়সীমা, জেনে নিন তারিখ
Ration-Aadhaar Card Link: ৩০ জুনের পরও এবার রেশন কার্ডের সঙ্গে জুড়তে পারবেন আধার। ফের দুই কার্ড লিঙ্কের সময়সীমা বাড়াল সরকার।
Ration-Aadhaar Card Link: ৩০ জুনের পরও এবার রেশন কার্ডের সঙ্গে জুড়তে পারবেন আধার। ফের দুই কার্ড লিঙ্কের সময়সীমা বাড়াল সরকার। জেনে নিন, শেষ কত তারিখ পর্যন্ত দুই কার্জ লিঙ্ক করতে পারবেন।
Aadhaar-Ration Card Linked: বিনামূল্যে পাবেন এই পরিষেবা
অন্তোদয় অন্ন যোজনার প্রকল্পের সুবিধা নিতে আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক৷ আপনার আধার ও রেশন কার্ড লিঙ্ক করতে বিনামূল্যে পাবেন পরিষেবা। সেই ক্ষেত্রে আপনাকে স্থানীয় রেশন অফিসে যেতে হবে। মূলত, ব্যবহারকারীদের একাধিক রেশন কার্ড রাখা বন্ধ করতেই এই নিয়ম করেছে সরকার। এ ছাড়াও অযোগ্যদের এই দুই কার্ড লিঙ্ক করিয়ে ধরতে চাইছে কর্তৃপক্ষ। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে রেশন ও আধার কার্ড লিঙ্কের সময়সীমা।
Ration-Aadhaar Card Link: মনে রাখবেন
রেশন কার্ডগুলি ভর্তুকিযুক্ত খাবার পেতে তৈরি করেছে সরকার। সেই কারণে পরিচয়ের প্রমাণ হিসাবে রেশন কার্ড গুরুত্বপূর্ণ নথি হিসাবে ব্যবহার করা যেতে পারে। অনেকের দুই বা ততোধিক রেশন কার্ড রয়েছে। তারা ভর্তুকি হারে বিভিন্ন জায়গা থেকে রেশন সংগ্রহ করে। মনে রাখবেন, প্রথমে রেশন কার্ড ডিজিটাইজ করতে হবে, তারপরে রেশনের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা যেতে পারে।
আপনি অনলাইনে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে পারেন। এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:
১ প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in -এ যান।
২ প্রয়োজনীয় বিবরণ লিখুন: আধার কার্ড নম্বর, রেশন কার্ড নম্বর ও আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর।
৩ 'কনটিনিউয়ে' এ ক্লিক করুন।
৪ আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP পাবেন
৫ OTP লিখুন ও আপনার রেশন ও আধার লিঙ্ক করুন।
Pan Card Link: কদিন আগেই শেষ হয়েছে প্যান (Pan Card) ও আধার (Aadhaar Card) লিঙ্কের সময়সীমা। ৩০ জুন পর্যন্ত এই কাজের সুযোগ দিয়েছিল সরকার। অতীতে এই সময়সীমা ছিল ৩১ মার্চ পর্যন্ত, পরে যা বাড়ানো হয়। তবে এখনও অনেক নাগরিক আছেন, যারা প্যান-আধার কার্ড লিঙ্ক করেননি৷ আয়কর বিভাগ জানিয়েছে, এই তারিখ আর বাড়ানো হবে না।
Aadhaar-PAN Linked: আয়কর বিভাগের নিয়ম বলছে, যারা এই দুই কার্ড লিঙ্ক করেননি, তাদের PAN ৩০ জুনের পরে নিষ্ক্রিয় হয়ে যাবে৷ ব্যবহারকারীরা PAN কার্ড সম্পর্কিত পরিষেবাগুলি আর ব্যবহার করতে পারবেন না। মনে রাখবেন, আধারের সঙ্গে প্যান লিঙ্ক না করা পর্যন্ত আয়কর রিটার্ন (ITR) পূরণ করতে পারবেন না কার্ড হোল্ডাররা।
আরও পড়ুন : Aadhaar-PAN Linked: আধার-প্যান লিঙ্ক করেননি? দেরিতে আইটিআর ফাইল করলে ৫০০০ টাকা জরিমানা