Aadhaar Card: আপনার আধার কার্ডে লেখা থাকে এই নম্বর, অন্য় কেউ জানতে পারছে, কী কাজে লাগে ?
UIDAI: ভার্চুয়াল আইডির মোটামুটি ১৬টি সংখ্যা আপনার আধারের ১২টি সংখ্যার বিকল্প। অন্যরা জানতে পারে কি ?
UIDAI: আধার কার্ড (Aadhaar Card) সুরক্ষিত না থাকলে ক্ষতি হতে পারে আপনার আর্থিক অবস্থার। প্রতারকরা (Aadhaar Fraud) এই কার্ডের নম্বর নিয়ে তল পেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account)।
কার্ডে থাকে ১২ সংখ্যা, এখানে থাকে ১৬
আধার কার্ড আসলে ভারতে নাগরিকত্বের পরিচয়পত্র। আধার কার্ড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সর্বত্র আইডি হিসাবে কাজে লাগে। UIDAI, যে সংস্থা আধার কার্ড ইস্যু করে, তারা ১৬ সংখ্যার একটি অস্থায়ী কোড জারি করে। কার্ড যাচাইকরণের সময় এই নম্বর ব্যবহৃত হয়। ভার্চুয়াল আইডি হিসাবে ১৬ সংখ্যার এই নম্বর আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা হয়েছে। অর্থাৎ ভার্চুয়াল আইডির মোটামুটি ১৬টি সংখ্যা আপনার আধারের ১২টি সংখ্যার বিকল্প হিসাবে কাজ করে।
ভার্চুয়াল আইডি একবারই তৈরি হয় ?
ভার্চুয়াল আইডি নম্বরের কোনও স্থায়ী সংখ্যা হয় না, এটি অস্থায়ী। কারণ এই সংখ্যা আপনি যতবার খুশি অনলাইনে তৈরি করতে পারেন। মনে রাখবেন, ভার্চুয়াল আইডি নম্বর আপনার আধার কার্ডকে সুরক্ষিত রাখে এবং জালিয়াতির ঝুঁকিও কমায়।
কী কাজে লাগে এই আইডি
ভার্চুয়াল আইডি সাধারণত eKYC যাচাইকরণের জন্য ব্যবহৃত হয়। অনেক সময় আমরা এর জন্য অনলাইন পোর্টালে আধার নম্বর দিয়ে থাকি। তখন এজেন্সির পক্ষে আপনার আধার সম্পর্কিত সব তথ্য পাওয়া সহজ হয়ে যায়। কিন্তু আপনি যখন ভার্চুয়াল আইডি নম্বর দেন, তখন আপনার আইডি প্রমাণের উদ্দেশ্য পূরণ করে। এর মাধ্যমে আপনার আধার সম্পর্কিত তথ্য কেউ চুরি করতে পারবে না।
ভার্চুয়াল আইডিতে সুরক্ষিত আপনার আধার কার্ড
বর্তমানে সাইবার ক্রাইমের দুনিয়ায় বহুবার আধার সংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার খবর সামনে এসেছে। তাই আধারা কার্ড হোল্ডারদের সমস্যা সমাধানের জন্য UIDAI ভার্চুয়াল আইডির সুবিধা দিচ্ছে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আধার নম্বর থেকে ভিআইডি তৈরি করা যায়। কিন্তু আপনি ভিআইডি থেকে আধার নম্বর খুঁজে বের করতে পারবেন না। ভিআইডির আরেকটি বৈশিষ্ট্য হল, এর কোনও মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই। অর্থাৎ, আপনি একটি নতুন ভিআইডি তৈরি না করা পর্যন্ত এটি বৈধ থাকবে।
ভার্চুয়াল আইডি কীভাবে তৈরি করা হয় ?
ভার্চুয়াল আইডি তৈরি করাও খুব সহজ।
১ এর জন্য আপনি UIDAI অফিসিয়াল সাইটে যেতে পারেন অথবা mAadhar অ্যাপ ব্যবহার করতে পারেন।
২ UIDAI সাইটে যান Aadhar Services বিকল্পটি নির্বাচন করুন এবং ভার্চুয়াল আইডি (VID) জেনারেটরে ক্লিক করুন।
৩ এছাড়াও আপনি চাইলে সরাসরি myaadhaar.uidai.gov.in/genericGenerateOrRetriveVID লিঙ্কটিতে গিয়ে আপনার ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি তৈরি করতে পারেন।
SEBI Banned Websites: সাবধান ! ১৫ হাজার ওয়েবসাইট নিষিদ্ধ করল সেবি, এদের কথায় স্টক কিনেছেন ?