Gautam Adani: ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য, বার্ষিক সাধারণ সভায় ঘোষণা গৌতম আদানির
Adani Group AGM: তিনি বলেন অপারেশন সিঁদূর শত্রুদের কাছে একটি বার্তা পৌঁছে দিয়েছে। ইতিহাস সর্বদা তাদেরই স্মরণ করে যারা লড়াই করে। তিনি বলেন গত ১২ মাসে পৃথিবী দ্রুত পরিবর্তিত হয়েছে।

Adani Group AGM: মঙ্গলবার আদানি গ্রুপের বার্ষিক সাধারণ সভায় আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি জানিয়েছেন যে আগামী ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াটের বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে আদানি গ্রুপ। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কথা উল্লেখ করে তিনি বলেন যে বর্তমানে বৈশ্বিক স্তরে যে প্রতিবন্ধকতা চলছে সেখানে ভারত (Gautam Adani) আজ সম্পূর্ণ শান্তির আবহে দাঁড়িয়ে রয়েছে। শিল্পপতি গৌতম আদানি আরও বলেন যে যদি মনে সাহস থাকে তাহলে দূরত্ব বেশি নয় কখনই। একটি জনপ্রিয় প্রবাদ বাক্য উদ্ধৃত করে তিনি (Adani Group AGM) বলেন, 'ঢেউয়ের ভয়েই নৌকা কখনও সমুদ্র পেরোতে পারে না। এর পাশাপাশি পহেলগাঁওয়ের ঘটনার পরে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদূরের কথা উল্লেখ করে ভারতীয় সেনাদের অদম্য সাহসের সমূহ প্রশংসা করেন আদানি।
তিনি বলেন অপারেশন সিঁদূর শত্রুদের কাছে একটি বার্তা পৌঁছে দিয়েছে। ইতিহাস সর্বদা তাদেরই স্মরণ করে যারা লড়াই করে। তিনি বলেন গত ১২ মাসে পৃথিবী দ্রুত পরিবর্তিত হয়েছে। কিন্তু কঠিন সময়ে নেতৃত্ব দেওয়া একটি বড় বিষয়। গৌতম আদানি বলেন ভারত শান্তির মূল্য জানে এবং কীভাবে জোরালো প্রতিক্রিয়া জানাতে হয় তা জানে। মুম্বইয়ের ধারাভি প্রকল্পের কথা উল্লেখ করে আদানি গ্রুপের চেয়ারম্যান জানান যে এই ধারাভি প্রকল্প আদানি গ্রুপের কাছে একটি বড় লক্ষ্য।
ভারত জানে কীভাবে সাড়া দিতে হবে
আদানি গ্রুপের চেয়ারম্যান আরও বলেন যে, আদানি এনার্জি সলিউশনস স্মার্ট মিটারিং, হাই ভোল্টেজ লিঙ্ক পরিচালনা করে দেশকে গ্রিড ভবিষ্যতের জন্য তৈরি করে দিয়েছে। এর ফলে তারা প্রায় ৪৪ হাজার কোটি টাকার ট্রান্সমিশন অর্ডার নিশ্চিত করেছে।
তিনি আরও বলেন যে তারা এমন একটি গোষ্ঠীর প্রমাণ যারা বাধা সত্ত্বেও স্বপ্ন দেখার সাহস করে থাকে। এই প্রবীণ শিল্পপতি আরও বলেন যে আদানি পাওয়ার ১০০ বিলিয়ন ইউনিট উৎপাদনের সীমা অতিক্রম করেছে যা এর আগে কোনও বেসরকারি খাতের সংস্থা করতে পারেনি। গৌতম আদানি বলেন যে আমরা ২০৩০ সালের মধ্যে ৩১ গিগাওয়াট ক্ষমতায় পৌঁছাতে চলেছি।
এর পাশাপাশি সাম্প্রতিক আমেদাবাদের বিমান দুর্ঘটনায় ২৪১ জন যাত্রীর করুণ মৃত্যুকে কেন্দ্র করে তিনি জানান যে এই ঘটনায় আদানি গ্রুপ শোকে মাথা নত করেছে এবং সকলের জন্য শোকপ্রকাশ করেছে। এক মুহূর্তে বহু পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে এই ঘটনায়, জানান আদানি।























