Adani Group Stocks: আদানিতে আস্থা ফিরছে বাজারে ! তিন দিনে প্রায় ৪০ শতাংশের ওপর উঠল স্টক
Share Market Update: পতন থেকে এবার উত্থানের পথে ! নিত্যদিন দুরন্ত গতিতে ছুটছে আদানি গোষ্ঠীর বেশিরভাগ স্টক।
Share Market Update: পতন থেকে এবার উত্থানের পথে ! নিত্যদিন দুরন্ত গতিতে ছুটছে আদানি গোষ্ঠীর বেশিরভাগ স্টক। শুক্রবারও একই চিত্র ধরা পড়ল ভারতের শেয়ার বাজারে।
Adani Group Stocks: আদানির কোন স্টক কতটা বাড়ল ?
আজ সকাল থেকেই আদানি গোষ্ঠীর বেশ কয়েকটি স্টকে আপার সার্কিট লেগে যায়। আদানি গ্রিন, আদানি উইলমার, আদানি ট্রান্সমিশন ছাড়াও আদানি পাওয়ারে দুপুপের আগেই ৫ শতাংশের আপার সার্কিট লাগে। পিছিয়ে থাকেনি আদানি এন্টারপ্রাইজ। এক সময় ১৬ শতাংশ ওপরে উঠে যায় এই স্টক। আদানি এন্টারপ্রাইজ ১৮৪১-এ উঠে যায়।
আদানি গ্রিন ৫ শতাংশ আপার সার্কিট লেগে ৫৬১-তে চলে আসে। আদানি পোর্ট ৯ শতাংশ ওপরে উঠে ৯৮০ পয়েন্টে ট্রেড করে।একই অবস্থা হয় আদানি উইলমারের । এই স্টকও ৫ শতাংশের আপার সার্কিটে ৪১৮ পয়েন্টে বেড়ে যায়। বাকি অম্বুজা সিমেন্ট ছাড়াও আদানি ট্রান্সমিশনে দারুণ গতি দেখা যায়।
Stock Market Update: আজ কী অবস্থা ছিল বাজারের ?
টানা সাতদিন পতনের পর বুধবার ফের সবুজে ওঠে বাজার। পরে অবশ্য় বৃহস্পতিবারেই ফের ইন্ডিয়ান স্টক মার্কেটে পতন ঘটে। যদিও শুক্রবার দুরন্ত গতি ধরে বাজারে। সকাল থেকেই নিফটিতে দারুণ ছুট দেয় বুলরা। এখানে দুপুরের মধ্য়ে ১.৭০ শতাংশ ওপরে উঠে যায় নিফটি। সেখানে ১৭,৬১৬ পয়েন্টে চলে যায় নিফটি। পিছিয়ে নেই সেনসেক্স। ৫৯,৮৯০ পয়েন্টে চলে আসে সেনসেক্স। ১.৭০ শতাংস লাফ দেখা যায় দালাল স্ট্রিটে।
Hindenburg Research LLC : হিনডেনবার্গের রিপোর্ট কী বলছে ?
গত ২৪ জানুয়ারি আমেরিকার গবেষণা সংস্থা হিনডেনবার্গ আদানি গোষ্ঠীর স্টক নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে। যেখানে বলা হয়, আদানি গ্রুপের ৫ বড় কোম্পানি শেয়ার বাজার থেকে 'ডি-লিস্টিং' বা বাদ পড়তে পারে। মূলত, এই পাঁচ কোম্পানির শেয়ারে ৮৫ শতাংশ পর্যন্ত পতন হতে পারে।বর্তমানে লিকুইডিটি ক্রাইসিস বা নগদের অভাবে ধুঁকছে এই কোম্পানিগুলি।
যার ফলে বিপুল ঋণের বোঝা মেটাতে অপারগ আদানি গ্রুপ। সেই কারণেই এই পরিস্থিতির সম্মুখীন হতে পারে কোম্পানি। ইতিমধ্য়েই আদানির স্টক প্রায় নম্বর শতাংশ কারেকশন হয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, সেই কারণেই নতুন করে বিনিয়োগ বাড়ছে আদানির স্টকে।
অতীতেও মার্কিন কোম্পানিকে নিয়ে এই ধরনের রিপোর্ট প্রকাশ করেছে হিনডেনবার্গ। দেখা যায়, ৯২ ডলারের সেই শেয়ার ২ ডলারে নেমে আসে। পরবর্তীকালে আমেরিকার বাজার থেকে ডি-লিস্টিং হয়ে যায় সেই কোম্পানি।
আরও পড়ুন: LIC-র এই তিন পলিসিতে 'বাম্পার বেনিফিট', জেনে নিন কত আসবে রিটার্ন