(Source: ECI/ABP News/ABP Majha)
LIC-র এই তিন পলিসিতে 'বাম্পার বেনিফিট', জেনে নিন কত আসবে রিটার্ন
Insurance Policy: জীবন বিমার পাশাপাশি রয়েছে আর্থিক সুরক্ষা। LIC-র এই তিন পলিসিতে বিনিয়োগ করলে রয়েছে দুর্দান্ত রিটার্ন।
Insurance Policy: জীবন বিমার পাশাপাশি রয়েছে আর্থিক সুরক্ষা। LIC-র এই তিন পলিসিতে বিনিয়োগ করলে রয়েছে দুর্দান্ত রিটার্ন। জেনে নিন, এই পলিসিগুলির বৈশিষ্ট্য় ও সুবিধা।
LIC New Jeevan Anand: এলআইসি নতুন জীবন আনন্দ
এলআইসি নতুন জীবন আনন্দ প্ল্যানে, আপনি সুরক্ষার সঙ্গে ভাল রিটার্নের গ্যারান্টিও পাবেন। এই প্ল্যানে বিনিয়োগ করার বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। পলিসির মেয়াদ ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে পারে। এই প্ল্যানের অধীনে বিমাকৃত রাশি ১ লক্ষ টাকা থেকে সীমাহীন পরিমাণের মধ্যে হতে পারে। এই পলিসি ম্য়াচিউরিটির বয়স ৭৫ বছর৷
এলআইসি জীবন আনন্দ পলিসিতে বিনিয়োগ করে আপনি বেঁচে থাকাকালীন ভাল রিটার্ন পাবেন। এর পাশাপাশি বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলে তাঁর পরিবার আর্থিক সহায়তা পাবেন। এই পলিসিতে, আপনি বিমাকৃত অর্থের প্রায় ১২৫ শতাংশের লাইফ কভার সুবিধা পাবেন।
LIC Jeevan Umang: এলআইসি জীবন উমং
পলিসি হোল্ডার ১০০ বছর বয়স পর্যন্ত এলআইসি জীবন উমং জীবন বিমা পরিকল্পনার অধীনে বিমা করতে পারবেন । এই পরিকল্পনার প্রাথমিক সুবিধা হল এটি বিমাকারীর পরিবারকে তাদের অনুপস্থিতিতে সহায়তা করার জন্য অর্থ ও বিমা কভারেজ উভয়ই দিয়ে থাকে। জরুরি পরিস্থিতিতে নিশ্চিত সুবিধাগুলি পলিসি হোল্ডারকে একটি নির্ভরযোগ্য আর্থিক নিরাপত্তা দিয়ে থাকে। এই পলিসি কেনার মাধ্যমে পলিসিধারীরা নিজেদের বা তাদের সন্তানদের জন্য ১০০ বছর বয়স পর্যন্ত আজীবন বার্ষিক আয়ের গ্যারান্টি দিতে পারেন। এই সুবিধাগুলি কভারেজের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পাওয়া যায়।
LIC New Children’s Money-Back Plan: এলআইসি নতুন চিলড্রেন মানি-ব্যাক প্ল্যান
এটি একটি আদর্শ মানি-ব্যাক চাইল্ড প্ল্যান যা শিশুদের আর্থিক নিরাপত্তা দিয়ে থাকে। পলিসিটি ০ থেকে ১২ বছর বয়সী সন্তানের পক্ষে যেকোনও বাবা-মা বা আইনি অভিভাবক গ্রহণ করতে পারেন। আপনি এই প্ল্যানে ১ লক্ষ টাকা থেকে সীমাহীন পরিমাণে বিনিয়োগ করতে পারেন৷ এখানে ম্যচিউরিটির বয়স ২৫ বছর।
ভারতের সবথেকে বড় ও পুরনো বিমা সংস্থা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি বা LIC। দেশের একটা বড় সংখ্যক মানুষ এতে টাকা বিনিয়োগ করে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করেন। এলআইসি-তে বিনিয়োগের সবথেকে বড় সুবিধা এতে বাজারের ঝুঁকি কম এবং বিনিয়োগকারীরা ভাল রিটার্ন পান।