Adani Group: ২.৩ লক্ষ কোটি বিনিয়োগ করবে আদানি গ্রুপ, কোন সেক্টরে টাকা ঢালবেন আদানি ?
Gautam Adani: অদানি নিউ ইন্ডাস্ট্রিজ এবার ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে একই প্রজেক্টে। আদানি এন্টারপ্রাইসের অধীনেই এই সংস্থা দেশের বিভিন্ন জায়গায় ৬ থেকে ৭ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চাইছে।
Gautam Adani: গৌতম আদানির সংস্থা আদানি গ্রুপ সম্প্রতি ২.৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে। রিনিউয়েবল এনার্জি (Renewable Energy) এবং সোলার ও উইন্ড ম্যানুফ্যাকচারিংয়ের সেক্টরেই এই বিনিয়োগ করতে চলেছেন গৌতম আদানি। এই পরিকল্পনা অনুযায়ী ২০২৩ সালের আগেই এই টাকা বিনিয়োগ করবেন তিনি। ভারতের সবথেকে বড় রিনিউয়েবল এনার্জি সংস্থা অদানি গ্রিন এনার্জি (Adani Greem Energy) আগামীদিনে ১.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। সৌরশক্তি ও বায়ুশক্তি থেকে আরও বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এই টাকা ব্যয় করা হবে বলে জানা গিয়েছে। গুজরাতের কচ্ছ অঞ্চলে ২ গিগাওয়াট থেকে ৩০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে আদানি গ্রিন এনার্জি।
অদানির নতুন পরিকল্পনা
আদানি নিউ ইন্ডাস্ট্রিজ এবার ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে একই প্রজেক্টে। আদানি এন্টারপ্রাইসের অধীনেই এই সংস্থা দেশের বিভিন্ন জায়গায় ৬ থেকে ৭ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চাইছে। সোলার সেল ও উইন্ড টারবাইন নির্মাণে আরও ৩০ কোটি টাকা বিনিয়োগ করবে আদানি নিউ ইন্ডাস্ট্রিজ। গুজরাতের মুন্দ্রায় হবে এই কারখানা।
লক্ষ্যমাত্রা ৪৫ গিগাওয়াট
বর্তমানে আদানি গ্রিন এনার্জি ১০.৯৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। তবে আগামী ২০৩০ সালের মধ্যেই এই সংস্থা চায় ৪৫ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে। বিশ্বের সবথেকে বড় পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রজেক্ট রয়েছে গুজরাতের খাবরায়। আর সেখান থেকে ৩০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চেষ্টায় আছে এই সংস্থা। সংস্থার তরফে এই সংবাদমাধ্যমে জানানো হয়েছে যে তাঁরা ২০০০ মেগাওয়াট ক্ষমতার উৎপাদন কেন্দ্র স্থাপন করেছে খাবরাতে। আর এই বছরেই ৪ গিগাওয়াট বাড়ান হবে এই ক্ষমতা, তারপর থেকে প্রতি বছর ৫ গিগাওয়াট করে বাড়বে এই উৎপাদন ক্ষমতা।
৮১ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে খাবরায়
৫৩৮ বর্গ কিমি জায়গা জুড়ে ছড়িয়ে থাকা এই খাবরা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যদি সবথেকে বেশি ক্ষমতা আসে, তবে এখান থেকে তৈরি হবে ৮১ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ। আর এই পরিমাণ বিদ্যুতের সাহায্যে শুধুমাত্র বেলজিয়াম, চিলি ও সুইজারল্যান্ডের মত দেশের বিদ্যুতের চাহিদা মেটানো যাবে একবারেই। রাজস্থান ও তামিলনাড়ুতেও একই প্রজেক্ট শুরু করতে চলেছে আদানি গ্রুপ ।
আরও পড়ুন: Bank Holiday: ৩ দিনেই সারতে হবে জরুরি কাজ, এই সপ্তাহে কবে বন্ধ ব্যাঙ্ক ?