Amazon Layoffs: জল্পনাই সত্যি, ছাঁটাই অ্যামাজনেও, কাজ হারাচ্ছেন কতজন?
Mass Layoff: মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি সপ্তাহে বিশ্বজুড়েই বিভিন্ন জায়গায় ছাঁটাই শুরু করেছে অ্যামাজন।
নয়াদিল্লি: টুইটার, মেটার পরে এবার আমাজন। আরও এক বৃহৎ তথ্যপ্রযুক্তি নির্ভর সংস্থায় ছাঁটাই। আগে থেকেই আশঙ্কা ছিল। সেটাই সত্যি প্রমাণিত হল। গণছাঁটাই শুরু করেছে বহুজাতিক ইকমার্স সংস্থা অ্যামাজন। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি সপ্তাহে বিশ্বজুড়েই বিভিন্ন জায়গায় ছাঁটাই শুরু করেছে অ্যামাজন।
সূত্রের খবর, সংস্থার হার্ডওয়্যার চিফ ডেভ লিম্প (Dave Limp) তাঁর অধস্তন কর্মীদের একটি বার্তায় জানিয়েছেন যে, গভীরভাবে পর্যবেক্ষণ করার পরে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কিছু টিমকে আরও আঁটোসাঁটো করা হবে, যার ফলে কিছু কাজের ক্ষেত্র আর প্রয়োজন হবে না।' তিনি আরও লিখেছেন, 'এই খবর দিতে আমার খারাপ লাগছে যে এই কারণে কিছু প্রতিভাশালী কর্মীকে আমরা সংস্থা থেকে হারাব।' তিনি আরও জানিয়েছেন, যাঁদের ছাঁটাই করা হবে, তাঁদের তা জানানো হবে এবং নতুন কাজের খোঁজ দেওয়ার জন্য সাহায্য করা হবে।
কত ছাঁটাই:
মার্কিন সংবাদমাধ্যম সূত্রের খবর, সংস্থার বিভিন্ন ক্ষেত্র মিলিয়ে অন্তত দশ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। ওই রিপোর্টে বলা হচ্ছে, সংস্থার ইতিহাসে এটা এখনও পর্যন্ত সবচেয়ে বড় ছাঁটাই প্রক্রিয়া হতে চলেছে। এই সংখ্যাটি যদি সর্বশেষ বলে ধরে নেওয়া হয় তাহলে মোট কর্মীসংখ্যার ৩ শতাংশ এটি। যদিও ছাঁটাইয়ের সংখ্যা নিয়ে নির্দিষ্ট করে সংস্থার তরফে কিছু বলা হয়নি। কিছু ক্ষেত্রে লিঙ্কডিনে কোনও কোনও কর্মী এই সংক্রান্ত বক্তব্য পোস্ট করেছেন।
কী জানিয়েছে সংস্থা:
অ্যামাজনের মুখপাত্র কেলি নান্টেল (Kelly Nantel) বলেছেন, 'অ্যানুয়াল অপারেটিং প্ল্যানিং রিভিউ প্রসেসে আমরা সবসময় আমাদের ব্যবসার প্রতিটি দিক দেখি এবং বিতার করি কী বদল করার প্রয়োজন। বর্তমান আর্থিক পরিস্থিতি বিচার করে কিছুক্ষেত্রে বদল করা হচ্ছে অর্থাৎ কিছু ক্ষেত্রে কিছু পদের প্রয়োজন ফুরোচ্ছে। যাঁরা ক্ষতিগ্রস্ত হবেন, তাঁদের পাশে দাঁড়ানোর কাজ করা হচ্ছে।'
আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গত বছর থেকেই নিয়োগে রাশ টেনেছিল। অর্থনৈতিক মন্দার মুখেই এমন সিদ্ধান্ত বলে মত। সংবাদসংস্থা ব্লুমবার্গ জানায়, অ্যামাজন ইনকর্পোরেটেড বিশ্বের প্রথম সংস্থা যারা বাজার মূল্যে এক ট্রিলিয়ন ডলার হারিয়েছে ইতিমধ্যেই। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং লাভের অঙ্কের তারতম্যের জেরেই এবার নীতিগত সিদ্ধান্ত বদল করতে চাইছে সংস্থাটি।
আরও পড়ুন: 'সহজ নয়, তবু...', বিপুল সম্পত্তির বেশিরভাগই বিলিয়ে দিতে চান জেফ বেজোস!