Anil Ambani Stock: এক সপ্তাহেই ৪৫ শতাংশ লাফ, আগামী সপ্তাহে কী হবে রিলায়েন্স পাওয়ারে ?
Reliance Power: গতকাল সপ্তাহের শেষ ট্রেডিং ডে-তে ২.৫ শতাংশ বেড়েছিল রিলায়েন্স পাওয়ারের (Anil Ambani Stocks) শেয়ারের দাম। ৩১.৮৫ টাকায় ট্রেড করছিল রিলায়েন্স পাওয়ার। ১ সপ্তাহেই ৪৬.৬০ শতাংশ লাফ এই শেয়ারে।
Stock Market: অনিল আম্বানির (Anil Ambani Stocks) সংস্থা রিলায়েন্স পাওয়ারের উপর বেশ কিছুদিন ধরেই নজর আছে বিনিয়োগকারীদের। এর আগে জানা গিয়েছিল সংস্থার সমস্ত বকেয়া মিটিয়ে দিয়েছেন অনিল আম্বানি। আর তারপর থেকেই হু হু করে বাড়তে শুরু করেছে এই শেয়ারের দাম। এক সপ্তাহ আগেও কোনও গতিবিধি লক্ষ্য করা যায়নি এই শেয়ারে। তবে এর মধ্যেই একলাফে ৪৫ শতাংশ বেড়েছে দাম। কী হল রিলায়েন্স পাওয়ারের (Reliance Power) শেয়ারে ?
গতকালও আপার সার্কিটে ছিল শেয়ার
গতকাল সপ্তাহের শেষ ট্রেডিং ডে-তে ২.৫ শতাংশ বেড়েছিল রিলায়েন্স পাওয়ারের (Anil Ambani Stocks) শেয়ারের দাম। ৩১.৮৫ টাকায় ট্রেড করছিল রিলায়েন্স পাওয়ার। এর আগে বৃহস্পতিবারে প্রাথমিক ট্রেডিংয়েই ৫ শতাংশ দাম বেড়েছিল রিলায়েন্স পাওয়ারের এবং সেদিনও আপার সার্কিটে ছিল এই শেয়ার। বিগত ৫টি সেশনে দেখা গিয়েছে ২৩ শতাংশ বেড়ে গিয়েছে এই শেয়ারের দাম।
নিম্নস্তর থেকে রেকর্ড বৃদ্ধি স্টকে
৫ জুন ২৩.৫০ টাকার নিম্নস্তরে ঝুঁকে পড়েছিল রিলায়েন্স পাওয়ারের (Reliance Power) স্টক। তারপর থেকে এই স্টকের দাম রোজই বেড়েছে। এই সাতদিনে এত র্যালি এসেছে এই স্টকে যে রিলায়েন্স পাওয়ারের দাম এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ উচ্চতা ৩৪.৪৫ টাকা ছুঁয়ে ফেলেছে। এক সপ্তাহের মধ্যেই এই শেয়ারের দাম ৪৬.৬০ শতাংশ বেড়ে গিয়েছে।
বকেয়া ঋণ মিটিয়ে দিয়েছে সংস্থা
এক সপ্তাহে এত বিপুল হারে শেয়ারের দাম (Reliance Power) বাড়ার কারণ অনিল আম্বানি তাঁর সংস্থার ৮০০ কোটি টাকার বকেয়া ইতিমধ্যেই সম্পূর্ণ শোধ করে দিয়েছেন। আর এভাবেই একটি ঋণমুক্ত সংস্থায় পরিণত হবে রিলায়েন্স পাওয়ার। বিভিন্ন ব্যাঙ্কের কাছে ৮০০ কোটি টাকা ঋণ শোধ করে দিয়েছেন অনিল আম্বানি।
তৃতীয়বার মোদি ফেরায় কপাল খুলেছে
তৃতীয়বার মোদি ফেরায় শেয়ারের দামে (Reliance Power) ব্যাপক বৃদ্ধি দেখা গিয়েছে বেশ কিছু ক্ষেত্রে। কেন্দ্র সরকারের বেশ কিছু নীতির কারণে বেশ কিছু সংস্থা সাপোর্ট পেয়েছে। বর্তমানে সরকার এখন এনার্জি সেক্টরের দিকে মনোনিবেশ করেছে। নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রে বিজেপির যুক্ত সরকার গঠনের পরও এনার্জি এবং পাওয়ার স্টকে বৃদ্ধি লক্ষ্য করা যাবে, এমনটাই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Digital Gold: সোনার গয়না নয়, ডিজিটাল সোনা কিনছেন ? পাবেন এই সুবিধে