(Source: ECI | ABP NEWS)
Tim Cook Salary: বেতন বাড়ল Apple CEO টিম কুকের, এক বছরে ৬৪০০০০০০০০ টাকা আয় করলেন সংস্থা থেকে
Apple CEO Salary: বেসিক হিসেবে Apple থেকে ৩০ লক্ষ ডলার বেতন তোলেন টিম কুক।

নয়াদিল্লি: বেতনবৃদ্ধি হয়েছে Apple কর্ণধার টিম কুকের। ফেব্রুয়ারি মাসে সংস্থার বার্ষিক মিটিং রয়েছে। তার আগে টিম কুকের বেতনবৃদ্ধির কথা প্রকাশ করল Apple. প্রায় ১৮ শতাংশ বেতনবৃদ্ধি হয়েছে তাঁর। ২০২৩ সালে সংস্থা থেকে ৬৩.২ মিলিয়ন ডলার পেতেন টিম কুক, ভারতীয় মুদ্রায় যা ৫৪৪ কোটি টাকা। ১৮ শতাংশ বেড়ে ২০২৪ সালে সেই অঙ্ক ৭৪.৬ মিলিয়য়ন ডলার হয়, ৬৪৩ কোটি টাকা ভারতীয় মুদ্রায়। অর্থাৎ এক বছরে ৯৯ কোটি টাকা বেতন বাড়ল টিম কুকের। (Tim Cook Salary Hike)
বেসিক হিসেবে Apple থেকে ৩০ লক্ষ ডলার বেতন তোলেন টিম কুক। স্টক অ্যাওয়ার্ডস বাবদ ৫.৮ কোটি ডলার আমদানি হয়েছে। পারফরম্যান্স সংক্রান্ত বোনাস পেয়েছেন ১.২ কোটি ডলার। পাশাপাশি, অবসরকালীন ভাতা, বিমা, ছুটি, নিরাপত্তা, বিমানযাত্রার খরচ-খরচা মিলিয়ে আরও ১৫ লক্ষ ডলার আমদানি হয়েছে টিম কুকের। ব্যবসায়িক কাজে হোক বা ব্যক্তিগত সফর, প্রাইভেট বিমানেই যাতায়াত করেন টিম। (Apple CEO Salary)
২০২৪ সালে লক্ষ্যপূরণে টিম কুককে ৫.৯ কোটি ডলার দেওয়া হবে বলে ঠিক হয়েছিল। কিন্তু প্রত্যাশার চেয়ে সংস্থা যেহেতু ভাল পারফর্ম করেছে, তাই বেশি টাকা পেয়েছেন তিনি। তবে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে টিম কুক Apple থেকে বেশি টাকা আয় করলেও, ২০২২ সালেই সবচেয়ে বেশি আয় করেন তিনি, ৯৯ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৮৫০ কোটি (বর্তমান দর অনুযায়ী) টাকার বেশি। ২০২২ সালে তাঁর আয় ১০০ মিলিয়ন ডলার ছাপিয়ে যাওয়ায় ভারসাম্য আনা হয়।
আগামী ২৫ ফেব্রুয়ারি Apple-এর শেয়ার হোল্ডারদের বৈঠক রয়েছে। সেখানে বোর্ড অফ ডিরেক্টর্স নির্বাচন নিয়ে আলোচন হবে। পাশাপাশি, আলোচনা হবে টাকা-পয়সা নিয়েও। ওই বৈঠকে ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয় বিনিয়োগকারীদের সামনে। যদিও খুব বেশি খুঁটিনাটি তথ্য প্রকাশ করা হয় না। গত বছর Apple AI নিয়ে ওই বৈঠকেই কথা পাড়েন টিম কুক। পরবর্তীতে সেটি সকলের সামনে তুলে ধরা হয়।
এর পাশাপাশি, বার্ষিক বৈঠকে বৈচিত্র, সমানাধিকার এবং সকলের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনার কথা রয়েছে। কর্মক্ষেত্রে এই ধরনের নীতি থাকলে বৈষম্য তৈরির সম্ভাবনা থেকে যায়, আইনি ঝুটঝামেলার সম্ভাবনাও রয়েছে। টিম কুক ছাড়াও, Apple-এর অন্যান্য আধিকারিক, রিটেল চিফ, CFO, COO, জানারেল কাউন্সেল সকলেরই বেতন বেড়েছে। ২০২৪ সালে ২.৭ কোটি ডলারের বেশি বেতন পেয়েছেন তাঁরা।























