Apple Layoff: চাকরি হারালেন ৬০০ কর্মী, কোন পরিষেবা বন্ধ করল অ্যাপল ?
Apple Layoff: ব্লুমবার্গের এক প্রতিবেদনে সংস্থা জানিয়েছে, অ্যাপল সর্বশেষ ৬০০-রও বেশি কর্মীকে ছাঁটাই করেছে। গাড়ি ও স্মার্টওয়াচ ডিসপ্লে প্রকল্প বন্ধ থাকার কারণে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।
Global Lay Off: ২০২৪ সালে এসেও বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ে বিরাম নেই। কোভিড পরবর্তীকালে বিশ্বের বড় বড় টেক জায়ান্টগুলি থেকে বহু কর্মীকে ছাঁটাই (Apple Layoff) করেছে। আর তাঁদের মধ্যেই রয়েছে অ্যাপলের নামও। সম্প্রতি অ্যাপল ৬০০ জনেরও বেশি কর্মীকে ছাঁটাই করেছে।
কী তথ্য দিয়েছে অ্যাপল
ব্লুমবার্গের এক প্রতিবেদনে সংস্থা জানিয়েছে, অ্যাপল (Apple Layoff) সর্বশেষ ৬০০-রও বেশি কর্মীকে ছাঁটাই করেছে। ক্যালিফোর্নিয়া এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে ফাইলিংয়ের সময় জানিয়েছে অ্যাপল। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ায় ৬০০রও বেশি কর্মীকে ছাঁটাই করেছে। গাড়ি ও স্মার্টওয়াচ ডিসপ্লে প্রকল্প বন্ধ থাকার কারণে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।
বিশ্বের দ্বিতীয় বড় সংস্থায় কর্মী ছাঁটাই
কেবলমাত্র প্রযুক্তি শিল্পের ক্ষেত্রেই নয়, বরং সামগ্রিকভাবে বিশ্বের মধ্যে বড় বড় সংস্থাগুলির সঙ্গে একসারিতে বসে এই অ্যাপল (Apple Layoff)। বৃহস্পতিবারে মার্কিন বাজারে অ্যাপলের শেয়ার ০.৪৯ শতাংশ কমে দাঁড়ায় ১৬৮.৮২ ডলারে। সংস্থার বাজার মূলধন দাঁড়ায় ২.৬১ ট্রিলিয়ন ডলারে। মাইক্রোসফটের পরেই দ্বিতীয় স্থানে আছে এই সংস্থা।
ফাইলিংয়ের সময় আরও কী তথ্য জানিয়েছে অ্যাপল
ক্যালিফোর্নিয়ার কুপারনোটিতে অ্যাপলের সদর দফতর রয়েছে। স্থানীয় রীতি অনুসারে, সেখানকার সমস্ত সংস্থাকেই কর্মী ছাঁটাইয়ের ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে হয়। অ্যাপল ওয়ার্কার অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড রিট্রেইনিং নোটিফিকেশন (WARN Programme) অনুসারে ৮টি ফাইলিংয়ে এই কর্মী ছাঁটাইয়ের ব্যাপারে জানিয়েছে। আর এই তথ্য দাখিল সম্পূর্ণ ক্যালিফোর্নিয়ার আইনের অনুসারে করা হয়েছে বলেই জানা গিয়েছে।
কোন বিভাগের কর্মীদের চাকরি গেল
কোম্পানির ফাইলিংয়ের তথ্য অনুসারে পরবর্তী প্রজন্মের স্ক্রিন ডেভেলপমেন্টের গোপনীয় কিছু কাজ করছিলেন যে ৮৭ জন কর্মী (Apple Layoff) তাঁদের চাকরি গিয়েছে এই লপ্তে। আর বাকি কর্মীরা কাছেই আরেকটি বিল্ডিংয়ে গাড়ির প্রজেক্টে কাজ করতেন।
আগে থেকেই জানা গিয়েছিল এই খবর
অ্যাপলের গাড়ির প্রজেক্ট নিয়ে সারা বিশ্ব জুড়েই সাড়া পড়ে গিয়েছিল। তবে শাওমির মত প্রচুর মোবাইল ও গ্যাজেট নির্মাতা সংস্থা এই ইভি নির্মাণের দুনিয়ায় পা রেখেছে ইতিমধ্যেই। শাওমি, হুয়াইয়ের মত সংস্থা তাঁদের গাড়ি নির্মাণের প্রজেক্ট শুরু করে দিয়েছে। আর তাই এই বছরের শুরুর দিকেই ধারণা করা হয়েছিল যে অ্যাপল সম্ভবত তাঁদের গাড়ির প্রজেক্ট বন্ধ করে দেবে। আর তাই এবারে সেই জল্পনাই সত্যি হল। গাড়ির প্রজেক্ট বন্ধ করল অ্যাপল।
আরও পড়ুন: RBI MPC Meeting: অপরিবর্তিত রেপো রেট, কী প্রভাব সুদের হারে ?