Apple Car Update: আর জোটে নেই ! একাই ইলেকট্রিক কার গড়বে Apple
সম্প্রতি অ্যাপলের এই সিদ্ধান্তের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে Maeil Economic Daily। যা প্রকাশ্যে এনেছে ম্যাক রিউমারস। বর্তমানে গাড়ির ফাইনাল পার্টস প্রস্তুতকারক কোম্পানি বাছাইয়ের কাজ চলেছে।
সান ফ্রান্সিসকো: জোট বাঁধতে গিয়ে পিছিয়ে যাচ্ছিল প্রজেক্ট। এবার আর ইলেকট্রিক গাড়ি তৈরিতে দেরি করতে রাজি নয় Apple। একাই electric car তৈরির সিদ্ধান্ত নিয়েছে এই 'টেক জায়ান্ট'।
সম্প্রতি অ্যাপলের এই সিদ্ধান্তের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে Maeil Economic Daily। যা প্রকাশ্যে এনেছে টেক সাইট ম্যাক রিউমারস। বর্তমানে গাড়ির ফাইনাল পার্টস প্রস্তুতকারক কোম্পানির বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে Apple। আগে BMW, Hyundai, Nissan ও Toyota-র সঙ্গে যৌথভাবে গাড়ি তৈরির কথা ভেবেছিল কোম্পানি। কিন্তু শেষ পর্যন্ত যা বাস্তবের মুখ দেখেনি। উল্টে অ্যাপলের এই প্রজেক্টের বিষয়ে বাজারে খবর রটলেও কাজের কাজ হচ্ছিল না। গাড়ির বিষয়ে কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে পারছিল না কুপেরচিনোর কোম্পানি।
সূত্রের খবর, বর্তমানে তিনটি পর্যায়ের কাজ চালাচ্ছে Apple। বিশ্বের গাড়ির পার্টস প্রস্তুতকারকদের কাছে তিনটি প্রস্তাব রেখেছে কোম্পানি। যেখানে বিশ্বের তাবড় কোম্পানিগুলির কাছে গাড়ির যন্ত্রাংশের তথ্য, দাম সম্পর্কে জানতে চেয়েছে আমেরিকান টেক জায়ান্ট। একাই এই ইলেকট্রিক গাড়ি তৈরির জন্য দু'জন Mercedes-এর ইঞ্জিনিয়ারকে নিয়োগ করেছে কোম্পানি। শোনা যাচ্ছে, মার্সিডিজের মাস প্রোডাকশনের বিষেয়ে জ্ঞান রয়েছে এই দুই ইঞ্জিনিয়ারের। এ ছাড়াও গাড়ির সফটওয়্যার ও প্রজেক্ট ম্যানেজমেন্টের বিষয়েও অভিজ্ঞ দু'জন।তাই এদের ওপর অনেকটাই ভরসা করেছে কোম্পানি।
বর্তমানে 'Apple Car'প্রোডাক্ট ডিজাইনে কাজ করছেন দুই ইঞ্জিনিয়ার।টেক সাইটগুলোর রিপোর্ট অনুযায়ী, ২০২৫-২৭ সালের আগে নিজেদের ইলেকট্রিক কার লঞ্চ করতে পারবে না Apple। অন্তত সেই কথাই বলছেন বিশ্বস্ত অ্যাপল অ্যানালিস্ট Ming-Chi Kuo। তাঁর মতে, এখনও গাড়ির স্পেসিফিকেশন নিশ্চিত করতে পারেনি কোম্পানি। তাই এই গাড়ি বাস্তবের মুখ দেখতে অনেক দেরি হবে। ২০২৮ সালের পরেও এই গাড়ি রাস্তায় না নামতে পারে।
আরও পড়ুন : OnePlus Phone Update: পলিসি পাল্টাচ্ছে OnePlus ! এবার টার্গেট ২০,০০০ টাকার নিচের ফোন
আরও পড়ুন : Apple iPhone 13 Launch: ১৪ সেপ্টেম্বর ভারতীয় সময়ে কখন শুরু অ্যাপলের ইভেন্ট ? ট্যুইটারে ঘোষণা কোম্পানির
আরও পড়ুন : iPhone ক্যামেরার অজান্তেই ক্ষতি করছেন আপনি ! জেনে নিন কীভাবে ?