OnePlus Phone Update: পলিসি পাল্টাচ্ছে OnePlus ! এবার টার্গেট ২০,০০০ টাকার নিচের ফোন
সম্প্রতি OnePlus-এর নতুন পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন টিপস্টার যোগেশ ব্রার। ট্যুইটারে যোগেশ দাবি করেছেন, লঞ্চ স্ট্র্যাটেজি পরিবর্তন করে মিডরেঞ্জ-বাজেট ফোনের দিকে বেশি নজর দিয়েছে কোম্পানি।
নয়াদিল্লি: ভারতের মোবাইল মার্কেট ধরতে এবার পলিসি পাল্টাতে চলেছে OnePlus। চিনা কোম্পানি নিয়ে সাম্প্রতিক রিপোর্ট বলছে, এবার ২০,০০০ টাকার নিচের ফোনে বেশি নজর দেবে কোম্পানি। টেক সাইটগুলির মতে, OnePlus Nord ব্র্যান্ডেই আসবে সেই ফোন।
সম্প্রতি OnePlus-এর নতুন পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন টিপস্টার যোগেশ ব্রার। ট্যুইটারে যোগেশ দাবি করেছেন, লঞ্চ স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনতে চলেছে ওয়ানপ্লাস। মিডরেঞ্জ-বাজেট ফোনের দিকে এবার বেশি নজর দিয়েছে কোম্পানি। ওপ্পোর সঙ্গে জোট বাঁধার পর ২০,০০০ টাকার নিচে কিছু ফোন আনবে OnePlus। মনে করা হচ্ছে, ২০২২ সালের দ্বিতীয় কোয়ার্টারেই সেই ফোন লঞ্চ করতে পারে চিনা কোম্পানি।
ভারতে OnePlus-এর অতীত বলছে, প্রথমে কম দামে ফ্ল্যাগশিপ পর্যায়ের ফোন দিত কোম্পানি। বলা যায়, ওয়ান প্লাস থেকেই দেশে 'ফ্ল্যাগশিপ কিলার' শব্দের উৎপত্তি। কোম্পানির ফোনেই লেখা থাকত 'নেভার সেটল'। যদিও পরবর্তীকালে প্রিমিয়াম ফোন আনতে গিয়ে সাধারণের ধরা ছোঁয়ার বাইরে চলে যায় ওয়ানপ্লাস। পরবর্তীকালে নর্ড সিরিজ এনে সেই ঘাটতি পূরণের চেষ্টা করে চিনা কোম্পানি।কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। এবার লক্ষ্যমাত্রা স্থির করে সেই মিডরেঞ্জের দিকেই এগোচ্ছে OnePlus।অন্তত তেমনই বলছে রিপোর্ট।
২০১৫ সালে বাজেট স্মার্টেফোনের দিকে ঝোঁকে ওয়ানপ্লাস।সেই সময় তারা বাজারে নিয়ে আসে OnePlus X । ভারতে ১৬,৯৯৯ টাকায় প্রথম লঞ্চ হয় এই ফোন। কিন্তু সেই সময় এই মার্কেট ধরতে ব্যর্থ হয় কোম্পানি। শেষে প্রিমিয়াম সেগমেন্টের দিকে নজর দেয় ওয়ানপ্লাস। টেক সাইটগুলির দাবি, দেশে OnePlus Nord সিরিজের হাত ধরেই আসতে চলেছে এই ফোনগুলি। কারণ আগেও ৩০ হাজারের মধ্যে এই নর্ড সিরিজের ফোন এনেছে OnePlus। একে একে বাজারে এসেছে-OnePlus Nord, Nord 2 ও Nord CE 5G।
শোনা যাচ্ছে, আগামীদিনে স্পেকস কমিয়ে OnePlus Nord সিরিজেই বেশকিছু বাজেট ফোন দিতে পারে কোম্পানি।আমেরিকায় ইতিমধ্যেই সেই পথে হেঁটেছে ওয়ানপ্লাস। যেখানে Nord N200 5G পেয়েছে মার্কিনিরা। তবে এই ফোন ভারতে লঞ্চ করেনি কোম্পানি। এবার ভারতেও সেই ধরনের কিছু আনতে পারে ওয়ানপ্লাস।
আরও পড়ুন : Apple iPhone 13 Launch: ১৪ সেপ্টেম্বর ভারতীয় সময়ে কখন শুরু অ্যাপলের ইভেন্ট ? ট্যুইটারে ঘোষণা কোম্পানির
আরও পড়ুন : iPhone ক্যামেরার অজান্তেই ক্ষতি করছেন আপনি ! জেনে নিন কীভাবে ?
আরও পড়ুন : Vivo X70 series: ক্যামেরা কেন্দ্রিক ফোন, চিনে চমক দিল Vivo X70 series