Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে এই ব্যাঙ্কগুলি, এখন SBI, PNB, HDFC, ICICI-এ কত ইন্টারেস্ট পাবেন ?
FD Interest Rates: নিরাপদ ও নিশ্চিত রিটার্ন পেতে বড় ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করেন তারা। তবে ইনভেস্ট করার আগে কোন ব্যাঙ্ক সবথেকে বেশি রিটার্ন দিচ্ছে তা দেখে নিন।

FD Interest Rates: সম্প্রতি ফের ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার (FD Interest Rates) বাড়িয়েছে অনেক ব্যাঙ্ক (Bank News)। স্মল ফিনান্স (Small Finance Bank) ব্যাঙ্কের পাশাপাশি এই তালিকায় রয়েছে বড় ব্যাঙ্কগুলির নাম। এখানে রইল, SBI, PNB, HDFC, ICICI-এর ইন্টারেস্ট রেট (Interest Rates)।
শেয়ার বাজারের অস্থিরতা থেকে বাঁচতে এখনও দেশের বহু মানুষ স্থায়ী আমানতে টাকা রাখতে পছন্দ করেন। সেকারণে নিরাপদ ও নিশ্চিত রিটার্ন পেতে বড় ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করেন তারা। তবে ইনভেস্ট করার আগে কোন ব্যাঙ্ক সবথেকে বেশি রিটার্ন দিচ্ছে তা দেখে নিন। এখানে রইল দেশের চারটি শীর্ষস্থানীয় ব্যাঙ্কের FD সুদের হার।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (3 কোটি টাকার কম আমানতের হার)
SBI FD সুদের হার: আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ফিক্সড ডিপোজিটে (FDs) বিনিয়োগ করেন, তবে সাধারণ নাগরিক হিসেবে আপনি 3.50% এবং 7.00% এর মধ্যে সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা অতিরিক্ত 0.50% পাবেন এখানে। ব্যাঙ্ক এক বছরে ম্যাচিওরড FD-এর জন্য 6.80% সুদের হার এবং দুই বছর থেকে মাত্র তিন বছরের কম মেয়াদের জন্য 7% সুদ দিচ্ছে।
দেখুন পুরো তালিকা এখানে
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (3 কোটি টাকার কম আমানতের হার)
PNB FD সুদের হার 2025: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক 3.50% থেকে 7.05% পর্যন্ত স্থায়ী আমানতের সুদ দিচ্ছে। এক বছরের ফিক্সড ডিপোজিটের জন্য সাধারণ বিনিয়োগকারীরা 6.80% সুদ পাবেন। যেখানে প্রবীণ নাগরিকরা 7.30% সুদ পাবেন এখানে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এফডির সুদের হারের তালিকা দেখুন
ICICI ব্যাঙ্ক (3 কোটি টাকার কম আমানতের উপর রেট)
ICICI Bank FD সুদের হার 2025: ICICI ব্যাঙ্ক তার ফিক্সড ডিপোজিট স্কিমগুলিতে 3% এবং 7.85% এর মধ্যে সুদের হার অফার করে৷ প্রবীণ নাগরিকরা অতিরিক্ত 0.55% পাবেন, যা 7 দিন থেকে 10 বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে তাদের হার 3% থেকে 7.85%। এক বছরের স্থায়ী আমানতের জন্য, সাধারণ গ্রাহকদের 6.70% সুদ দেওয়া হয়। প্রবীণ নাগরিক একই সময়ের জন্য 7.20% সুদ পাবেন।
HDFC ব্যাঙ্ক (3 কোটি টাকার কম আমানতের উপর রেট)
এইচডিএফসি ব্যাঙ্ক এফডি রেট 2025: এইচডিএফসি ব্যাঙ্ক এক বছরের স্থায়ী আমানতের জন্য সাধারণ বিনিয়োগকারীদের 7.40% এবং প্রবীণ নাগরিকদের 7.90% সুদ দেয়। ব্যাঙ্ক গ্রাহকদের জন্য 3% থেকে 7.90% পর্যন্ত সুদ দিয়ে থাকে। তবে এইসব বিষয় মেয়াদপূর্তির সময়কালের ওপর নির্ভর করে।
পুরো তালিকা দেখুন এখানে






















