Interest Rate Cut: রেপো রেট কমতেই ঋণের উপর সুদের হার কমাল এই ২ ব্যাঙ্ক, স্বস্তি পাবেন গ্রাহকরা
Repo Rate Cut: রেপো রেট কমানোর ঘোষণার কয়েক ঘণ্টা পরেই দেশের দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও তাদের গ্রাহকদের (Lending Rate) জন্য ঋণের উপর সুদের হার কমিয়েছে।

Lending Rate Cut: গতকাল বুধবার নতুন অর্থবর্ষের প্রথম মুদ্রানীতির বৈঠকেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্রা রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেছেন। এর ফলে এখন রেপো রেট ৬.২৫ শতাংশ (Repo Rate Cut) থেকে কমে হয়েছে ৬.০০ শতাংশ। আর এই রেপো রেট কমানোর ঘোষণার কয়েক ঘণ্টা পরেই দেশের দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও তাদের গ্রাহকদের (Lending Rate) জন্য ঋণের উপর সুদের হার কমিয়েছে। এর ফলে নতুন ও বর্তমান গ্রাহক ঋণগ্রহীতাদের অনেক স্বস্তি মিলবে।
গতকাল বুধবারে রেপো রেট হ্রাসের পরেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইউকো ব্যাঙ্ক এই দুই প্রথম সারির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও ঋণের উপর সুদের হার কমানো হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর সঞ্জয় মলহোত্রার সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির অনুমোদনে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫ শতাংশ থেকে করা হয়েছে ৬ শতাংশ। সঞ্জয় মলহোত্রার সভাপতিত্বে এই নিয়ে পরপর ২ বার রেপো রেট কমানো হল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপরে ২৬ শতাংশ কর আরোপের ফলে বৈশ্বিক আবহে অর্থনৈতিক ক্ষেত্রে যে বিশৃঙ্খলা দেখা দিতে পারে, দেশে সেই অচলাবস্থা সামাল দিতে এবং অর্থনীতি স্থিতিশীল রাখার চেষ্টাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গভর্নর সঞ্জয় মলহোত্রা।
আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্তের পরে অরেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের রেপো বেসড লেন্ডিং রেট ৯.১০ শতাংশ থেকে কমিয়ে করেছে ৮.৮৫ শতাংশ। গতকাল ৯ এপ্রিল থেকেই এই নতুন সুদের হার কার্যকর হবে বলে জানিয়েছে ব্যাঙ্ক। একইভাবে ইউকো ব্যাঙ্কের পক্ষ থেকেও রেপো বেসড লেন্ডিং রেট কমিয়ে আনা হয়েছে ৮.৮ শতাংশে। দুই ব্যাঙ্কই আলাদা আলাদা রেগুলেটরি ফাইলিংয়ের মাধ্যমে এই সুদের হার কমানোর কথা ঘোষণা করেছে। বিশেষজ্ঞরা বলছেন এই ঋণের উপর সুদের হার কমানোর ফলে গ্রাহকদের বিশেষ সুবিধে হবে। তবে একইভাবে ব্যাঙ্কগুলিতে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের উপরে সুদের হারও কমে যেতে পারে এবার থেকে। ফলে বিনিয়োগকারীদের জন্য রিটার্ন কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
গত ২ মাসে রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া ইতিমধ্যেই ৮০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে ব্যাঙ্কিং সিস্টেমে। এর আগে ফেব্রুয়ারিতে সুদের হার কমানো হয়েছে। বিগত ৫ বছরের মধ্যে এই প্রথম পরপর ২ বার সুদের হার কমানো হয়েছে।























