Stocks to Buy: সোমবারের বাজারে ছুট দিতে পারে এই স্টক, আদানি পাওয়ারের থেকে মিলেছে ৬৫০০ কোটির অর্ডার; কিনবেন ?
Bharat Heavy Electricals Share: জানা গিয়েছে বিদ্যুৎ খাতে সর্বোচ্চ ৮১ হাজার ৩৪৯ কোটি টাকার অর্ডার পেয়েছে এই সংস্থা। ইন্ডাস্ট্রিয়াল খাতে এসেছে ১১ হাজার ৮১৫ কোটি টাকার অর্ডার।

BHEL Share: মহারত্ন পিএসইউ সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের শেয়ার নজরে থাকবে বিনিয়োগকারীদের। সোমবারের বাজারে ছুট দিতে পারে এই স্টক। আদানি পাওয়ারের কাছ থেকে ৬৫০০ কোটি টাকার অর্ডার (Stocks to Buy) পেয়েছে এই সংস্থা। ২৭ জুন শুক্রবার আদানি পাওয়ারের তরফ থেকে এই সংস্থা (BHEL Share Price) এত বিপুল অঙ্কের অর্ডার পেয়েছে।
কী কাজ করবে এই সংস্থা
এই অর্ডারের সম্পর্কে বলতে গিয়ে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড সংস্থা জানিয়েছে আদানি পাওয়ারের কাছ থেকে তারা লেটার অফ অ্যাওয়ার্ড পেয়েছে ৮০০ মেগাওয়াটের ৬টি থার্মাল পাওয়ারের জন্য। এর অধীনে সংস্থাকে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম পাঠাতে হবে, যেমন স্টিম টারবাইন জেনারেটর এবং কিছু সহায়ক যন্ত্রাংশ। এছাড়াও যন্ত্রাংশ নির্মাণ ও কমিশনিং-এর তত্ত্বাবধানও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তবে কত সময়ের মধ্যে এই অর্ডারটি সম্পূর্ণ হবে তা জানায়নি সংস্থা।
BHEL-এর শেয়ার থাকবে নজরে
সম্প্রতি প্রাপ্ত এই বিপুল অঙ্কের অর্ডারের সঙ্গে সঙ্গে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের প্রকল্প পাইপলাইনে আরও একটি জিনিস যুক্ত হয়েছে। এর সঙ্গে সংস্থাটি ২০২৫ অর্থবর্ষে সর্বোচ্চ সংখ্যক অর্ডার পেয়েছে যার মূল্য ৯২,৫৩৪ কোটি টাকা।
সোমবারের ট্রেডিং সেশনে এই সংস্থার স্টকের উপর প্রভাব দেখা যেতে পারে। সপ্তাহের শেষ ট্রেডিং দিনে অর্থাৎ গতকাল শুক্রবার ২৭ জুন এই ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের শেয়ারের দাম ০.২১ শতাংশ কমে ২৬৪.০৫ টাকায় বন্ধ হয়েছে। এর সঙ্গে সংস্থার বাজার মূলধন ৯১ হাজার ৯৪৩ কোটিতে এসে দাঁড়িয়েছে।
জানা গিয়েছে বিদ্যুৎ খাতে সর্বোচ্চ ৮১ হাজার ৩৪৯ কোটি টাকার অর্ডার পেয়েছে এই ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড সংস্থা। ইন্ডাস্ট্রিয়াল খাতে এসেছে ১১ হাজার ৮১৫ কোটি টাকার অর্ডার। এর থেকেই বোঝা যায় যে প্রতিরক্ষা থেকে শুরু করে পরিবহন, শিল্প, সরঞ্জাম এবং প্রক্রিয়াজাতকরণ শিল্প ইত্যাদি বহু সেক্টরে এই সংস্থার উপস্থিতি রয়েছে।
BHEL-এর শেয়ারের পারফরম্যান্স
গত এক বছরে ভারত হেভি ইলেকট্রিক্যালস সংস্থার শেয়ারের দাম ১১ শতাংশ কমেছে। তবে ২০২৫ সালের শুরু থেকে ধরলে এই শেয়ারের দাম ১৩ শতাংশ বেড়ে গিয়েছে। গত তিন মাসে BHEL-এর শেয়ারের দাম ২৩ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে, যেখানে গত এক মাসে শেয়ারের দাম ১.৪ শতাংশ বেড়েছে।
তবে দীর্ঘমেয়াদে ভারত হেভি ইলেকট্রিক্যালসের শেয়ার একটি মাল্টিব্যাগার হিসেবে উঠে এসেছে বাজারে। গত ২ বছরের হিসেবে ২১৩ শতাংশ বেড়েছে এই স্টকের দাম। আর শেষ তিন বছরে এই স্টক থেকে বিনিয়োগকারীরা ৪৭৫ শতাংশ মুনাফা পেয়েছেন। ৫ বছরে ৬১৬ শতাংশ লাভ পেয়েছেন বিনিয়োগকারীরা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















