Intel Layoff: এই টেক সংস্থায় ফের বিপুল কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ! কাজ হারাতে পারেন ১০ হাজার কর্মী
Layoff News: ২০২৪ সালের অগাস্ট মাসে ইনটেল ১৫ হাজার কর্মী ছাঁটাই করেছিল। ২০২৫ সালের শুরুর দিকে আরও ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছিল ইনটেল।

Layoff News: বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাণকারী সংস্থা ইনটেলে বড়সড় ছাঁটাই হতে চলেছে আবার। সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে যে ২০২৫ সালের জুলাই মাস থেকে তাদের উৎপাদন ইউনিটের ১৫ থেকে ২০ শতাংশ কর্মী ছাঁটাই (Intel Layoff) করতে চলেছে ইনটেল। এই সিদ্ধান্তের ফলে ১০ হাজারেরও বেশি কর্মী কাজ হারাতে পারেন। সংস্থার ইতিহাসে (Layoff News) সবথেকে বড় ছাঁটাই বলেই চিহ্নিত করা হচ্ছে এই ঘটনাকে।
কারখানা ও গবেষণা টিমের উপর কোপ
ইনটেলের ফাউন্ড্রি বিভাগকে মূলত প্রভাবিত করবে এই কর্মী ছাঁটাই প্রক্রিয়া। এর মধ্যে সংস্থার ১৫টি ফ্যাব প্ল্যান্ট রয়েছে। কারখানার প্রযুক্তিবিদ থেকে শুরু করে চিপ ডিজাইনকারী গবেষকরাও কাজ হারাতে পারেন। একেবারে নিম্ন স্তর থেকে শুরু করে উচ্চ প্রযুক্তিগত স্তর পর্যন্ত এই ছাঁটাই হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
কোনও বাইআউট বা রিটায়ারমেন্ট স্কিম নেই
গতবারের মত এবারও ইনটেল সংস্থা কোনও কর্মীকেই স্বেচ্ছাবসর বা বাইআউটের বিকল্প দেবে না। যাদের পারফরম্যান্স খারাপ, যাদের আর প্রয়োজন নেই সংস্থার তারা কাজ হারাতে পারেন। সংস্থা জানিয়েছে যে বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্তটি খুবই কঠিন হলেও তা নিতে হয়েছে কারণ এটি এখন সংস্থার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত।
নতুন সিইও-র কড়া নীতি
নতুন সিইও লিপ-ব্যু ট্যান ২০২৫ সালের মার্চ মাসে সংস্থায় যোগ দেন, আর তাঁর অধীনেই সংস্থায় এক বড় পরিবর্তন আসতে চলেছে। তিনি বিশ্বাস করেন, কম কর্মী দিয়েও আরও বেশি পরিমাণে এবং আরও ভাল কাজ করা সম্ভব। এপ্রিল মাসে তিনি ঘোষণা করেছিলেন যে ইনটেল সংস্থার ২০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে। এখন এই পদক্ষেপ করা হচ্ছে সংস্থার ফাউন্ড্রি বিভাগে।
এক বছরে তিনবার কর্মী ছাঁটাই
২০২৪ সালের অগাস্ট মাসে ইনটেল ১৫ হাজার কর্মী ছাঁটাই করেছিল। ২০২৫ সালের শুরুর দিকে আরও ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছিল ইনটেল। এবারে তৃতীয় বারের জন্য ছাঁটাই করতে চলেছে সংস্থা। এই সমস্ত কর্মী ছাঁটাইয়ের মূল কারণ হল সংস্থাকে লোকসান থেকে পুনরুদ্ধার করে আনা এবং লাভের পথে ফেরানো।
কারা ছাড় পাবেন, কারা পাবেন না ?
প্রযুক্তিগত টিমের মধ্যে যারা অ্যাডভান্স টেকনোলজি, লিথোগ্রাফি মেশিন এবং সমালোচনামূলক গবেষণায় জড়িত তারা এই মুহূর্তে নিরাপদ আছেন। তবে যাদের বিকল্প হিসেবে মেশিন ব্যবহৃত হয়েছে বা যাদের প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে, তারা চাকরি হারাতে পারেন।
কেন এত বিপুল ছাঁটাই দরকার
২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে ইনটেল সংস্থার ৮২১ মিলিয়ন ডলারের লোকসান হয়েছিল। মার্কিন সরকারের কাছ থেকে সংস্থাটির ৭.৯ বিলিয়ন ডলারের ভর্তুকি আটকে রয়েছে। এনভিডিয়ার মত সংস্থাগুলি এআই, চিপস, ডেটা খাতে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে।






















