Budget 2024: এই বাজেটেই অষ্টম বেতন কমিশন ছাড়াও বকেয়া ডিএ প্রাপ্তি ? সরকারি কর্মচারী ইউনিয়ন করছে ৭টি দাবি
8th Pay Commission: অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠন ছাড়াও রয়েছে কোভিডকালের (COVID-19) 18 মাসের ডিএ বকেয়া (DA )।
8th Pay Commission: হাতে রয়েছে আর কিছুদিন। তারপরই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) 23 জুলাই কেন্দ্রীয় বাজেট 2024-25 (Union Budget 2024) পেশ করবেন। আসন্ন বাজেটে বেশকিছু দাবি রাখছে কেন্দ্রীয় সরকারী কর্মচারী ইউনিয়ন। যার মধ্যে রয়েছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠন ছাড়াও রয়েছে কোভিডকালের (COVID-19) 18 মাসের ডিএ বকেয়া (DA )।
Budget 2024: 6 জুলাই মন্ত্রিপরিষদ সচিবের কাছে একটি চিঠিতে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিকদের কনফেডারেশন 2024 সালের বাজেটের আগে বেশ কয়েকটি দাবি জানিয়েছে:
8th Pay Commission: এই সাতটি দাবি রাখা হয়েছে সরকারের কাছে
1) 8ম বেতন কমিশনের অবিলম্বে গঠন।
2) নতুন পেনশন স্কিম (NPS) বাতিল করুন এবং সমস্ত কর্মচারীদের জন্য পুরানো পেনশন স্কিম (OPS) আবার বলবৎ করুন৷
3) 18 মাসের ডিএ/ডিআর রিলিজ করা যা COVID-19 মহামারীর সময় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ফ্রিজ করা হয়েছিল, বর্তমানে 15 বছরের পরিবর্তে 12 বছর পরে পেনশনের প্রতিশ্রুতি অংশ দিয়ে দেওয়া।
4) কমপ্য়াশনেট অ্যাপয়েন্টমেন্টের 5 শতাংশের সীমা উঠিয়ে মৃত কর্মচারীর সমস্ত ওয়ার্ড/নির্ভরশীলদের ওই আওতায় নিয়োগ করা ।
5) সমস্ত বিভাগে সমস্ত ক্যাডারের সমস্ত শূন্য পদ পূরণ করুন, সরকারি বিভাগে আউটসোর্সিং এবং ঠিকাদারীকরণ বন্ধ করুন।
6) JCM প্রক্রিয়ার বিধান অনুযায়ী অ্যাসোসিয়েশন/ফেডারেশনের গণতান্ত্রিক কার্যকারিতা নিশ্চিত করুন।
(A) সার্ভিস অ্যাসোসিয়েশন/ফেডারেশনগুলিকে স্বীকৃতি প্রদান করুন, পোস্টাল গ্রুপ সি ইউনিয়ন, এনএফপিই, ISROSA-এর ডি-স্বীকৃতি আদেশ প্রত্যাহার করুন৷
(B) পরিষেবা সমিতি/ফেডারেশনের উপর বিধি 15 1(c) আরোপ করা বন্ধ করুন।
7) নৈমিত্তিক, চুক্তিভিত্তিক শ্রমিক এবং জিডিএস কর্মচারীদের রেগুলার করুন, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীদের সিজি কর্মচারীদের সমান মর্যাদা দেওয়া হোক।এই দাবিতে কনফেডারেশন 19 জুলাইয়ে বিক্ষোভ দেখাবে।
সম্প্রতি নিউজ ১৮ নেটওয়ার্কে প্রকাশিত হয়েছে এই খবর।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)