Budget Session 2022 LIVE Updates: কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম? কর্মসংস্থানে কী দিশা? সব নজর বাজেটে
Union Budget 2022: প্রথম পর্বের বাজেট অধিবেশন চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশন ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলবে।
LIVE
![Budget Session 2022 LIVE Updates: কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম? কর্মসংস্থানে কী দিশা? সব নজর বাজেটে Budget Session 2022 LIVE Updates: কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম? কর্মসংস্থানে কী দিশা? সব নজর বাজেটে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/31/843fee3947ae2d0aeb13c47a0a730b58_original.jpg)
Background
নয়া দিল্লি: শুরু হল সংসদের (Parliament) বাজেট অধিবেশন (Budget)। দুই পর্বে অধিবেশন চলবে ৮ এপ্রিল পর্যন্ত। সংসদে রাষ্ট্রপতি (President) রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) ভাষণের মধ্যে দিয়ে শুরু হল বাজেট অধিবেশন। এরপর প্রথমে লোকসভা (Loksabha) ও পরে রাজ্যসভায় (Rajya Sabha) পেশ হবে আর্থিক সমীক্ষা রিপোর্ট। দুপুর আড়াইটে থেকে শুরু হবে রাজ্যসভার অধিবেশন।
কাল সকাল ১১টায় ২০২২-২৩-এর সাধারণ বাজেট পেশ। করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। প্রথম পর্বের বাজেট অধিবেশন চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশন ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলবে। করোনাকালে (Coronavirus) দেশের অর্থনীতি চাঙ্গা করতে মোদি সরকার কোন পথে হাঁটে তার উত্তর যেমন এই অধিবেশনে পাওয়া যাবে, তেমনই ২০২২-এ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটে কোনও চমক থাকে কিনা, সেটাও দেখার।
Budget Session 2022 LIVE: কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম? কর্মসংস্থানে কী দিশা? সব নজর বাজেটে
কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম? কর্মসংস্থানে কী দিশা? সব নজর বাজেটে
Budget Session 2022 LIVE: আগামী ২৫ বছরের মধ্যে তৈরি হবে শক্তিশালী ভারত, বার্তা রাষ্ট্রপতির
আগামী ২৫ বছরের মধ্যে তৈরি হবে শক্তিশালী ভারত, বাজেট অধিবেশনের শুরুর আগে বার্তা দেন রাষ্ট্রপতির
Budget Session 2022 LIVE: বদল এসেছে একাধিক রীতিতে; ভারতের বাজেট-ইতিহাসে রয়েছে নানা অজানা তথ্য
বদল এসেছে একাধিক রীতিতে; ভারতের বাজেট-ইতিহাসে রয়েছে নানা অজানা তথ্য
Budget Session 2022 LIVE: ভোট-রাজনীতির মতপার্থক্যের প্রভাব যেন বাজেট অধিবেশনে না পড়ে, বার্তা প্রধানমন্ত্রীর
ভোট-রাজনীতির মতপার্থক্যের প্রভাব যেন বাজেট অধিবেশনে না পড়ে, বার্তা প্রধানমন্ত্রীর।
Budget Session 2022 LIVE: ২০২০-তে লকডাউনের সময় একশো দিনের কাজের চাহিদা তুঙ্গে উঠেছিল
২০২০-তে লকডাউনের সময় একশো দিনের কাজের চাহিদা তুঙ্গে উঠেছিল। তবে করোনার দ্বিতীয় ঢেউয়েক সময় সেই চাহিদার ক্ষেত্রে স্থিতিশীলতা এসেছে। এমনই বলা হয়েছে আর্থিক সমীক্ষায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)