এক্সপ্লোর
Union Budget 2024: শরিকদের জন্য 'কল্পতরু' মোদি, ঝুলি ভরল BJP-শাসিত একাধিক রাজ্যেরও; 'ব্রাত্য' শুধুই বিরোধীরা ? উঠছে প্রশ্ন
FM Nirmala Sitharaman : শেষমেশ বিহারে ক্ষমতাসীন JD(U) ও অন্ধ্রপ্রদেশে ক্ষমতাসীন TDP-র সরকার একাধিক দাবিদাওয়া আদায় করে নিল।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ
1/10

মোদি ৩.০-র প্রথম বাজেট হাসি ফোটাল অন্ধ্রপ্রদেশ ও বিহারের মুখে। তৃতীয় দফায় ক্ষমতায় এসে নরেন্দ্র মোদি NDA-র শরিকি চাপের মুখে পড়েন কি না তা দেখার জন্য কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে ছিলেন অনেকে।
2/10

শেষমেশ বিহারে ক্ষমতাসীন JD(U) ও অন্ধ্রপ্রদেশে ক্ষমতাসীন TDP-র সরকার একাধিক দাবিদাওয়া আদায় করে নিল।
3/10

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ প্রথমে বিহারের জন্য উদ্যোগের কথা ঘোষণা করেন। তিনি বলেন, "সরকার বিহারে নতুন বিমানবন্দর, মেডিক্যাল কলেজ ও ক্রীড়া পরিকাঠামো স্থাপন করবে।"
4/10

বিহারকে আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে অর্থমন্ত্রীর বক্তব্য, "বিহারের গয়ায় শিল্পোন্নয়নে সাহায্য করা হবে। এটি পূর্বাঞ্চলের উন্নয়নে অনুঘটক হিসাবে কাজ করবে।”
5/10

এছাড়া রাস্তা যোগাযোগ বাড়ানো হবে বিহারে । পটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে, বক্সার-ভাগলপুর হাইওয়ে ও বোধগয়া-রাজগীর-বৈশালী-দ্বারভাঙ্গা রাস্তার উন্নয়নে সাহায্য করা হবে।
6/10

বক্সায় গঙ্গা নদীর ওপর অতিরিক্ত দুই লেনের জন্য বরাদ্দ করা হয়েছে ২৬ হাজার কোটি টাকা। ভাগলপুরের পিরাপান্তিতে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎপ্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এছাড়াও রয়েছে অন্যান্য বরাদ্দ।
7/10

লাভের ঝুলি ভরেছে অন্ধ্রপ্রদেশেরও। রাজধানী অমরাবতীর উন্নয়নের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রসঙ্গত, বিজেপির অন্যতম প্রধান শরিক অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা TDP প্রধান চন্দ্রবাবু নায়ডু। এই পরিস্থিতিতে, রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
8/10

এছাড়া অন্ধ্রপ্রদেশের প্রত্যন্ত তিন জেলার জন্য বিশেষ অনুদান ঘোষণা করা হয়েছে। নির্মলা বলেন, পোলাভরম সেচ প্রকল্প শেষ করার জন্য আর্থিক সহায়ত দিতে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্র।
9/10

বন্যা, খরা নিয়ন্ত্রণে বিহারকে ১১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ । কোশী নদীর বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ প্রকল্প তৈরি করা হল। বন্যা নিয়ন্ত্রণে অসম, হিমাচল (অবশ্য কংগ্রেস শাসিত), অরুণাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিমের জন্য বিশেষ বরাদ্দ। অসমের বন্যা নিয়ন্ত্রণেও সাহায্য করা হবে। বন্যা নিয়ন্ত্রণে ঢালাও বরাদ্দ বিহারের, বাংলার প্রাপ্তি শূন্য । বাংলার প্রাপ্তি কলকাতা-অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডর । এছাড়া অর্থমন্ত্রী জানান, রাজগীরের উষ্ণ প্রস্রবণের উন্নতি করা হবে। পর্যটন কেন্দ্র হিসাবে নালন্দার উন্নতি করা হবে। ওড়িশার পর্যটন কেন্দ্রগুলির উন্নতিতে সরকার সাহায্য করবে।
10/10

এই পরিস্থিতিতে বাজেটকে দিশাহীন বাজেট বলছেন বিরোধীরা। এক্স হ্যান্ডেলে এই বাজেটকে 'কুর্সি বাঁচাও' বাজেট বলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
Published at : 23 Jul 2024 03:28 PM (IST)
Tags :
Sensex Nirmala Sitharaman Income Tax Finance Minister LIVE Stock Market Live Budget 2024 Union Budget 2024 Budget Highlights 2024 Budget Live Today Budget Marathi Income Tax Slab Live Update Budget 2024 Live Update Budget Live Update Nirmala Sitharaman Live Share Market Live Investment After Budget Budget Highlights Live Budget Highlights 2024 Latest Budget Highlights 2024 Breaking Newsআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
