এক্সপ্লোর
Budget 2025: দিতে হবে না কর, আয়কর ছাড়ে উপকৃত হবে ১ কোটিরও বেশি, দাবি নির্মলার
আয়কর ছাড়ের সব প্রত্যাশাকে ছাপিয়ে মধ্যবিত্তের মুখে চওড়া হাসিও ফোটালেন।

আয়কর ছাড়ের সব প্রত্যাশাকে ছাপিয়ে মধ্যবিত্তের মুখে চওড়া হাসিও ফোটালেন
1/7

তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে বড় চমক। মধ্যবিত্ত-নিম্নবিত্ত-কৃষক-শ্রমিক-তরুণ-বৃদ্ধ প্রত্যেককে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলেন নির্মলা সীতারমণ। ভোট মাথায় রেখে বিহারকে ঢেলে দিলেন। দিল্লির ভোটের আগে আয়করে বড় ছাড় দিয়ে রাজধানীর ভোটারদের মোদি-মুখী হওয়ার স্পষ্ট বার্তাও দিয়ে রাখলেন। আয়কর ছাড়ের সব প্রত্যাশাকে ছাপিয়ে মধ্যবিত্তের মুখে চওড়া হাসিও ফোটালেন।
2/7

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট-পরবর্তী তার প্রথম সাংবাদিক সম্মেলনে বলেছেন যে ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষিত কর স্ল্যাব সংশোধনের ফলে করদাতাদের হাতে 'পর্যাপ্ত অর্থ' থাকবে, তিনি আরও বলেছেন যে নতুন কর ব্যবস্থার অধীনে বর্ধিত ছাড় থেকে প্রায় ১ কোটি করদাতা সরাসরি উপকৃত হবেন।
3/7

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী সীতারমণ বলেন, "কর ছাড়ের সীমা ৭ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা বৃদ্ধির ফলে আরও এক কোটি মানুষ উপকৃত হবেন। তাদের কোনও আয়কর দিতে হবে না।" ২০২৫-২৬ সালের বাজেটে প্রস্তাবিত নতুন কর ছাড় অনুসারে, নতুন আয়ককর-কাঠামোয় এতদিন পর্যন্ত বার্ষিক ৭ লক্ষ টাকা আয়ে কোনও কর দিতে হত না। এবার সেটাই এক ধাক্কায় বাড়িয়ে ১২ লক্ষ করল মোদি সরকার। এরপর আবার রয়েছে ৭৫ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন।
4/7

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের 'সবকা বিকাশ' লক্ষ্যের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দেশকে সেই পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গৃহীত পদক্ষেপ এবং উদ্যোগগুলি তুলে ধরেন।ইউপিএ আমলের কর স্ল্যাবের প্রসঙ্গ উত্থাপন করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, "২০১৪ সালে প্রায় ৮ লক্ষ টাকা আয়কারীর পকেটে এখন প্রায় ১ লক্ষ টাকা বেশি থাকবে এই ট্যাক্স পরিবর্তনের কারণে। ২০১৪ সালে ১ লক্ষ টাকা আয়কর ২০২৫ সালে শূন্য কর হয়ে গেছে। ১২ লক্ষ টাকা আয়কারীর জন্য, করদাতাদের পকেটে আরও টাকা বেশি থাকবে।"
5/7

তিনি আরও বলেন, বার্ষিক ১৩ লক্ষ টাকা অবধি আয়ে আগে যেখানে ৮৮ হাজার ৪০০ টাকা আয়কর দিতে হত, এখন সেখানে দিতে হবে, ৬৬ হাজার ৩০০ টাকা। অর্থাৎ ২২ হাজার ১০০ টাকা লাভ। বার্ষিক ১৫ লক্ষ টাকা অবধি আয়ে আগে আয়কর দিতে হত ১ লক্ষ ৩০ হাজার টাকা। সেটা এখন কমে হবে ৯৭ হাজার ৫০০ টাকা। অর্থা ৩২ হাজার ৫০০ টাকা লাভ। এই ভাবে বার্ষিক ১৭ লক্ষ টাকা অবধি আয়ে লাভ হবে ৫৪ হাজার ৬০০ টাকা।
6/7

তবে এই ছাড় নতুন কর-কাঠামো অর্থাৎ নিউ রেজিমের জন্য। পুরনো কর কাঠামো অর্থাৎ ওল্ড রেজিমের ক্ষেত্রে আয়কর দিতে হবে আগের হারেই। শনিবারের বাজেটে নির্মলা সীতারমণ আয়কর রিটার্নের সময়সীমা বাড়িয়েছেন। তিনি জানান, আয়কর রিটার্ন বা রিটার্ন সংশোধনের সময়সীমা ২ বছর থেকে বাড়িয়ে ৪ বছর করা হল। অর্থাৎ ৪ বছরের মধ্যে আয়কর রিটার্ন ফাইল করা যাবে।
7/7

এদিন বাজেট পেশের সময় নির্মলা সীতারমণ বলেন, 'বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হবে। দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য। সবার উন্নয়নই আমাদের লক্ষ্য। বিশ্বে দ্রুত গতিতে এগোচ্ছে ভারতীয় অর্থনীতি। ক্ষুদ্র শিল্প থেকে রফতানি বাড়ানোই আমাদের উদ্দেশ্য। মহিলা-কৃষকদের উন্নয়নই আমাদের লক্ষ্য। রাজ্যের সঙ্গে হাত মিলিয়ে উন্নয়নে কাজ করবে কেন্দ্র'।
Published at : 01 Feb 2025 08:57 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
