এক্সপ্লোর
Budget 2025: দিতে হবে না কর, আয়কর ছাড়ে উপকৃত হবে ১ কোটিরও বেশি, দাবি নির্মলার
আয়কর ছাড়ের সব প্রত্যাশাকে ছাপিয়ে মধ্যবিত্তের মুখে চওড়া হাসিও ফোটালেন।
আয়কর ছাড়ের সব প্রত্যাশাকে ছাপিয়ে মধ্যবিত্তের মুখে চওড়া হাসিও ফোটালেন
1/7

তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে বড় চমক। মধ্যবিত্ত-নিম্নবিত্ত-কৃষক-শ্রমিক-তরুণ-বৃদ্ধ প্রত্যেককে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলেন নির্মলা সীতারমণ। ভোট মাথায় রেখে বিহারকে ঢেলে দিলেন। দিল্লির ভোটের আগে আয়করে বড় ছাড় দিয়ে রাজধানীর ভোটারদের মোদি-মুখী হওয়ার স্পষ্ট বার্তাও দিয়ে রাখলেন। আয়কর ছাড়ের সব প্রত্যাশাকে ছাপিয়ে মধ্যবিত্তের মুখে চওড়া হাসিও ফোটালেন।
2/7

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট-পরবর্তী তার প্রথম সাংবাদিক সম্মেলনে বলেছেন যে ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষিত কর স্ল্যাব সংশোধনের ফলে করদাতাদের হাতে 'পর্যাপ্ত অর্থ' থাকবে, তিনি আরও বলেছেন যে নতুন কর ব্যবস্থার অধীনে বর্ধিত ছাড় থেকে প্রায় ১ কোটি করদাতা সরাসরি উপকৃত হবেন।
Published at : 01 Feb 2025 08:57 PM (IST)
আরও দেখুন






















