Budget 2023: স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়তে পারে? বাজেটে বড় সিদ্ধান্তের সম্ভাবনা
Budget Small Saving Scheme: রিপোর্টে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে সুকন্যা সমৃদ্ধি সহ বিভিন্ন স্মল সেভিংস স্কিম নিয়ে বড় ঘোষণা করতে পারে কেন্দ্র।
নয়া দিল্লি: বাজেট পেশের বাকি আর ১ দিন। পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এরই মধ্যে একাধিক প্রত্যাশা রয়েছে আমজনতার। সেই আবহেই এসবিআই রিসার্চের একটি রিপোর্টে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে সুকন্যা সমৃদ্ধি সহ বিভিন্ন স্মল সেভিংস স্কিম নিয়ে বড় ঘোষণা করতে পারে কেন্দ্র।
রিপোর্টে বলা হয়েছে, সরকার আর্থিক ঘাটতি মেটানোর জন্য এই ক্ষুদ্র সঞ্চয় স্কিমগুলির উপর নির্ভর করে থাকে। মিশন ড্রাইভ মোডে কেন্দ্রীয় সরকার চেষ্টা করবে SSY (সুকন্যা সমৃদ্ধি যোজনা) এর মতো স্কিমগুলিতে আরও বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে। রিপোর্টে বলা হয়েছে, “মিশন মোডে নতুন রেজিস্ট্রেশনে উৎসাহিত করার জন্য সরকার এই যোজনার জন্য বড় ঘোষণা করতে পারে।"
প্রসঙ্গত, জানুয়ারিতে সুদ বেড়েছে কিছু স্বল্প সঞ্চয় প্রকল্পেও। অনেক স্বল্প সঞ্চয় প্রকল্পে এখন আগের থেকে বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে। যদিও সুকন্যা সমৃদ্ধি যোজনায় কোনও সুদের পরিবর্তন আনা হয়নি। কোনও অর্থবর্ষে সর্বনিম্ন ২৫০ টাকা বিনিয়োগে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমে সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা রাখতে পারেন গ্রাহকরা। এদিকে আয়কর আইনের ৮০ সি ধারা অনুযায়ী, এই প্রকল্পে বিনিয়োগে কর ছাড় পেতে পারেন বিনিয়োগকারীরা।
আরও পড়ুন, ফের ছাঁটাইয়ের হুঁশিয়ারি ফিলিপ্স সংস্থার, চাকরি হারাতে পারেন ৬০০০- এর বেশি কর্মী
সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে আপনি ৭.৬ শতাংশ সুদ পাবেন। এই স্কিমে আপনি যদি কন্যা সন্তানের জন্মের পর পরপর ১৪ বছর ধরে সর্বোচ্চ ১.৫০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনাকে প্রতি মাসে একটি অ্যাকাউন্টে ১২৫০০ টাকা দিতে হবে। এর পরে আপনার মোট বিনিয়োগের পরিমাণ হবে ২২.৫০ লক্ষ টাকা। যা কন্যা সন্তানের ২১ বছর পরে ৬৩.৬৫ লক্ষ টাকা হয়ে যাবে। এতে আপনি মোট ৪১.১৫ লাখ টাকার সুদের সুবিধা পাবেন। এটি আপনার বিনিয়োগের পরিমাণের প্রায় তিনগুণ হবে।
সব মিলিয়ে ২১ বছরের স্কিমের মেয়াদ হলেও ১৫ বছর টাকা দিতে হয় সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana)। বাকি ৬ বছর টাকা না দিলেও ইন্টারেস্ট পেয়ে যাবেন আপনি। এই মুহূর্তে সবথেকে বেশি ৭.৬ শতাংশ সুদ দেওয়া হচ্ছে পোস্ট অফিসের এই স্কিমে। ২০১৫ সালে মূলত কন্যাদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই যোজনা শুরু করে কেন্দ্রীয় সরকার। মেয়েদের বিয়ে ও পড়াশোনার জন্য এই বেশি সুদের স্কিম আনে কেন্দ্র।