Budget 2024: আয়করে কারা পাবেন সাড়ে ১৭ হাজার টাকার সুবিধা, কী ঘোষণা বাজেটে ?
Nirmala Sitharaman: মনে রাখবেন নতুন আয়কর কাঠামোয় এই সুবিধা পাবেন তাঁরা। জেনে নিন, কীভাবে এই টাকা সাশ্রয় করবেন আপনি।
Nirmala Sitharaman: আরও আয়করে ছাড় পাবেন বেতনভুক শ্রেণি (Salaried People)। এবার থেকে বছরে ১৭৫০০ টাকা সাশ্রয় (Income Tax) করবেন এই কর্মচারীরা। মনে রাখবেন নতুন আয়কর কাঠামোয় এই সুবিধা পাবেন তাঁরা। জেনে নিন, কীভাবে এই টাকা সাশ্রয় করবেন আপনি। নতুন আয়কর ব্যবস্থার অধীনে নতুন ট্যাক্স স্ল্যাবগুলি ১ এপ্রিল ২০২৪ থেকে কার্যকর হবে। মূল্যায়ন বছর ২০২৫-২৬ অর্থবর্ষ ধরে এই সুবিধা পাবেন তিনি।
নতুন কাঠামোয় ৩ লক্ষের কম আয়ে কোনও কর নয়
নতুন আয়কর কাঠামো: ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫%
নতুন আয়কর কাঠামো: ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০%
নতুন আয়কর কাঠামো: ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫%
নতুন আয়কর কাঠামো: ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০%
নতুন আয়কর কাঠামো: ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর
নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার টাকা
নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ: বলছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী
আপনি কীভাবে 17,500 টাকা সঞ্চয় করবেন ?
এই ক্ষেত্রে স্ল্যাব রেটে আয়কর হ্রাসের প্রভাব হবে 10,000 টাকা।
এর সঙ্গে জুড়বে স্ট্যান্ডার্ড ডিডাকশনের আরও 25,000 টাকা @ 30% = Rs 7,500 Rs 10,000 + Rs 7,500 = Rs 17,500
বাজার বিশেষজ্ঞরা বলেছেন, 3 লক্ষ টাকার বেস ছাড়ের সীমা বাড়ানো হবে বলে আশা করা হয়েছিল। যদিও এই বাজেটে তা অপরিবর্তিত রয়েছে। 5% ট্যাক্স স্ল্যাবটি 1L টাকা অর্থাৎ 3L – 7L টাকার বর্তমান স্ল্যাব থেকে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আগে যা সীমাবদ্ধ ছিল 3L - 6L টাকার মধ্যে।
এখানে নতুন আয়কর কাঠামোয় আয় বার্ষিক 15L টাকার বেশি হলে 30% এর সর্বোচ্চ ট্যাক্স স্ল্যাব রয়েছে। সেই ক্ষেত্রে আপনি ছাড় পাচ্ছেন 17,500 টাকা। তবে এটি পুরনো কর ব্যবস্থায় পাওয়া যাবে না। নতুন কর ব্যবস্থাকে আরও আকর্ষণীয় করে তুলতে এই প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
এবার দেশে বিনিয়োগ বাড়াতে অ্যাঞ্জেল ট্যাক্স অবলুপ্তির প্রস্তাব করল সরকার। আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতায় উঠে এসেছে এই বিষয়।
অ্যাঞ্জেল ট্যাক্স আসলে কী ?
অ্যাঞ্জেল ট্যাক্স বলতে আনলিস্টেড কোম্পানি বা স্টার্টআপের ওপর চাপানো সরকারি ট্যাক্সকে ধরা হয়। মনে রাখবেন, নতুন এই স্টার্টআপগুলি তহবিলের জন্য বাইরের থেকে অর্থ সংগ্রহ করে। কোনও কারণে এই অর্থ সংগ্রহের পরিমাণ বা মূল্যায়ন কোম্পানির ন্যায্য বাজার মূল্যের চেয়ে বেশি হলেই সরকারকে এই অ্যাঞ্জেল ট্যাক্স দিতে হত। সেই ক্ষেত্রে ৩০ শতাংশ হারে এই অ্যাঞ্জেল ট্যাক্স দিতে হত স্টার্টআপদের।
এখন কী সুবিধা হবে
অ্যাঞ্জেল ট্যাক্স অপসারণ এখন স্টার্টআপদের বিনিয়োগের জন্য আরও সহায়ক পরিবেশ তৈরি করবে বলে আশা করা হচ্ছে যা শেষ পর্যন্ত সমগ্র স্টার্টআপ ইকোসিস্টেমকে উপকৃত করবে। ভারতকে একটি বিশ্বব্যাপী উদ্ভাবন কেন্দ্রে পরিণত করার পথ প্রশস্ত করবে।
আরও পড়ুন Union Budget 2024: বছর বছর বাজেট পেশ, কর্পোরেটদের থেকে বেশি কর দিয়েও মধ্যবিত্তরা বঞ্চিতই