Budget 2025 : বাজেটে এই শব্দগুলি না বুঝলে আপনার ক্ষতি ! কোথায় লাভ বুঝবেন না
Nirmala Sitharaman : বাজেটে (Union Budget 2025) এমন অনেক বিষয় রয়েছে, যা শুনলেও সহজে বোধগম্য হয় না। জেনে নিন, এরকমই কয়েকটি শব্দবন্ধ।

Nirmala Sitharaman : বাজেটের (Budget 2025) আর মাত্র কয়েকদিন বাকি। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) । দেশের প্রতিটি সাধারণ মানুষ ও ব্যবসায়ী, শিল্পপতিরা এই বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন। তবে বাজেটে (Union Budget 2025) এমন অনেক বিষয় রয়েছে, যা শুনলেও সহজে বোধগম্য হয় না। জেনে নিন, এরকমই কয়েকটি শব্দবন্ধ।
কোন-কোন শব্দ ভাবাবে আপনাকে
বাজেট বক্তৃতা শোনার সময় কিছু বিষয় বুঝতে অনেক অসুবিধা হয়। ১ ফেব্রুয়ারি আপনাকে যাতে এই সমস্যার সম্মুখীন হতে না হয়, সেজন্য আমরা এমন কিছু শব্দ সম্পর্কে তথ্য দিলাম। যাতে আপনার বাজেট বুঝতে সুবিধা হয়।
Rebate- আয়করে ছাড়ের পরে যে পরিমাণ টাকা অবশিষ্ট থাকে তার ওপর ট্যাক্স দিতে হবে। আপনাকে কত ট্যাক্স দিতে হবে তা গণনা করার পরে, রিবেট ট্যাক্স হিসাবে দেওয়া পরিমাণে রিবেট দেয়।
Old Tax Regime- এতে চারটি আয়কর স্ল্যাব রয়েছে। পুরনো কর ব্যবস্থায়, ১০ লক্ষ টাকার উপরে আয়ের উপর ৩০ শতাংশ কর ধার্য করা হয়।
New Tax Regime- নতুন কর ব্যবস্থায় ৭টি আয়কর স্ল্যাব রয়েছে। এতে মৌলিক ছাড়ের সীমা বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে, যেখানে ৩ থেকে ৭ লাখ টাকা আয়ের ওপর ৫ শতাংশ কর আরোপ করা হয়।
Inflation - এর অর্থ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশে পণ্য ও পরিষেবা মূল্যের বৃদ্ধির পরিমাণকে বোঝায়।
Direct Tax - এটি এমন একটি কর যা ব্যক্তি বা সংস্থা সরাসরি সরকারকে আয়কর বা কর্পোরেট করের আকারে দিয়ে থাকে।
Capital Expenditure (Capex) - কোম্পানিগুলি তাদের ব্যবসা, দক্ষতা ও উত্পাদন বাড়াতে ক্যাপেক্স বা মূলধনী ব্যয় বৃদ্ধি করে।
Cess- এটি কোনও করের ওপর আরোপিত একটি কর।
Disinvestment- এর অর্থ সরকার কর্তৃক সরকারি খাতের কর্পোরেশনের শেয়ার বিক্রি।
Tax collected at source (TCS)- TCS পণ্য ও পরিষেবার উপর প্রযোজ্য একটি কর। এটি সরকারের জন্য ক্রেতার কাছ থেকে বিক্রেতা সংগ্রহ করে।
Tax deduction- এতে আয় থেকে ট্যাক্স কেটে বাকি টাকা ব্যক্তিকে দেওয়া হয়। অর্থাৎ বেতনের ওপর ডিডাকশন বা বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদের টাকা এই শ্রেণির আওতায় আসে।
Donald Trump : বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধ আমেরিকার, আরও বিপাকে ইউনূস সরকার






















