এক্সপ্লোর
Advertisement
Budget Expectations:বাজেট ২০২০: গরিব মানুষকে কম সুদে ঋণ দিতে মাইক্রোফিনান্স সংস্থাগুলির আরও অর্থ সংস্থানের আর্জি
জিএসটি তুলে নেওয়া হলে, এমএফআইগুলি আরও বেশি করে গরিব মানুষদের ঋণ দিতে পারবে, মত অর্থনীতি বিশেষজ্ঞদের।
নয়াদিল্লি:নাবার্ড,সিডবি-র মতো ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলি যাতে মাইক্রোফিনান্স সংস্থাগুলিকে আরও বেশি টাকা দিতে পারে, তার অনুমতি দিক কেন্দ্র, তাতে আরও বেশি করে দরিদ্র মানুষের দিকে সাহায্যের হাত বাড়াতে পারবে তারা, কেন্দ্রের কাছে আবেদন করল মাইক্রোফিনান্স সংস্থাগুলি। তাদের তরফে আর্জি জানানো হয়েছে, যাতে ব্যাঙ্কের হয়ে ক্ষুদ্র ঋণদানকারীদের উপর থেকে জিএসটির বোঝাও হাল্কা করা হয়।
এমএফআই-র পক্ষ থেকে বলা হয়েছে, আমরা কেন্দ্রকে অনুরোধ করেছি, যাতে ডেভেলপমেন্ট ফিনানসিয়াল অর্গানাইজেশনগুলিকে আরও অর্থ বরাদ্দের অনুমতি দেওয়া হয়।
সারা দেশে ২০০টির মতো মাইক্রোফিনান্স অর্গানাইজেশন আছে, যারা ব্যাঙ্কের প্রতিনিধি হিসেবে ঋণ বিতরণের কাজ করে। তার উপর এখন ১৮ শতাংশ জিএসটি দিতে হয়। জিএসটি তুলে নেওয়া হলে, এমএফআইগুলি আরও বেশি করে গরিব মানুষদের ঋণ দিতে পারবে, মত অর্থনীতি বিশেষজ্ঞদের।
বর্তমানে জিএসটির ভারের জন্য গরিব মানুষদের অনেক বেশি সুদ দিতে হয়। এমএফআইগুলির মধ্যে যেগুলি জল ও শৌচাগারের প্রকল্পের জন্য অর্থ দেয়, তাদের জন্য আলাদা নির্দিষ্ট ফান্ড তৈরি করুক সরকার, আর্জি তাদের।
অর্থনৈতিক মন্দার সময়ও মাইক্রোফিনান্স ইন্ডাস্ট্রি ধাক্কা খায়নি বলে দাবি সংস্থাগুলির প্রতিনিধিদের তরফে।
এমএফআইএন-এর সিইও হর্ষ শ্রীবাস্তব বলেন, তাঁদের তরফে সরকারকে আর্জি জানানো হয়েছে যাতে পিওএস (পয়েন্ট অফ সেল) মেশিন কেনার জন্য বাজেটে টাকা বরাদ্দ করা হয়। পিওএস মেশিন হয় নিখরচায় অথবা কম খরচে দেওয়া হোক, আবেদন তাদের।
ব্যবসা-বাণিজ্যের (Business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement