Union Budget 2025: এবার বাজেটে বড় প্রাপ্তি মহিলাদের? ভরবে মধ্যবিত্তের মনও? মহালক্ষ্মীকে স্মরণ করে বড় বার্তা মোদির
Modi On Budget : মোদি বললেন, 'মা লক্ষ্মী আমাদের সিদ্ধি , বুদ্ধি, সমৃদ্ধি, কল্যাণ দান করেন। প্রার্থনা করি, দেশের গরিব মানুষ মধ্যবিত্তর উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা বর্ষিত হোক। '

নয়াদিল্লি : রাত পোহালেই বাজেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় ইনিংসের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই নিয়ে ৮ বার সংসদে বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমণ। প্রতিবারের মতোই এবারও একরাশ আশা-প্রত্যাশা নিয়ে বাজেটের দিকে তাকিয়ে আম-আদমি। বাজেট মানেই দেশের ভাঁড়ারের খবর। বাজেট মানেই আগামীর খরচ-খরচার রূপরেখা। তাই এবার বাজেট অধিবেশন শুরু আগে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে মহালক্ষ্মীর স্তব পাঠ করলেন প্রধানমন্ত্রী মোদি।
মহালক্ষ্মীর স্তব
প্রধানমন্ত্রী বাজেট পেশের আগে সম্পদ ও সমৃদ্ধির দেবীকে স্মরণ করলেন। বললেন,'সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভুক্তি মুক্তি প্রদায়িনী, মন্ত্রমূর্তে সদা দেবী মহালক্ষ্মী নমোস্তুতে'। বললেন, 'মা লক্ষ্মী আমাদের সিদ্ধি , বুদ্ধি, সমৃদ্ধি, কল্যাণ দান করেন। প্রার্থনা করি, দেশের গরিব মানুষ মধ্যবিত্তর উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা বর্ষিত হোক। '
সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। শনিবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। তার আগে শুক্রবার রীতি অনুসারে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির ভাষণের আগে প্রধানমন্ত্রী মনে করালেন,'বিকশিত ভারতকে আরও শক্তিশালী করার জন্যই এই বাজেট' ।
প্রধানমন্ত্রী বললেন, আগামীতে দেশের সর্বাঙ্গীন বিকাশের কথা ভেবেই তৈরি হচ্ছে বাজেট। 'বিকশিত ভারতের সঙ্কল্প নেওয়া হয়েছে'। তিনি আশ্বাস দিলেন, এই বাজেট এক নতুন বিশ্বাস তৈরি করবে দেশের মানুষের মধ্যে। এবার বাজেটে বিশেষ ভাবে নারীশক্তির পুনঃপ্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেওয়া হবে। প্রতি নারী যেন সম্মানপূর্ণ জীবন পান, সমানাধিকার পান, সে-কথা ভেবে এবার বাজেটে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম - এটাই আমাদের লক্ষ্য।
প্রধানমন্ত্রীর বক্তব্যে বারবার উঠে এল যুবশক্তির কথা বললেন। এখন যাঁরা ২৪-২৫। তাঁরাই দেশের ভবিষ্যৎ। দেশে যুব-শক্তির ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য। মোদি বললেন, 'তারা যখন ৪০-৪৫ বছর বয়সে পৌঁছবেন তখন তাঁরা খুবই লাভবান হবেন। বিকশিত ভারতকে আরও শক্তিশালী করার জন্যই এই বাজেট'। যুব-সাংসদদের এই বাজেট অধিবেশনে যোগ দিতে বিশেষ ভাবে আহ্বান জানান প্রধানমন্ত্রী।
Speaking at the start of the Budget Session of Parliament.
— Narendra Modi (@narendramodi) January 31, 2025






















