(Source: ECI/ABP News/ABP Majha)
Union Budget 2022: আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে খুবই সম্ভাবনাময় বাজেট, বললেন প্রধানমন্ত্রী
Union Budget 2022 Update:তিনি বলেছেন, ‘বিনিয়োগ ও কর্মসংস্থানের লক্ষ্যে এই বাজেট খুবই সম্ভাবনাময়। স্বাস্থ্য থেকে শিক্ষা, পরিকাঠামো সবকিছুতে গুরুত্ব দেওয়া হয়েছে।
নয়াদিল্লি: এদিনই সাধারণ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, কেন্দ্রের বাজেট উন্নয়নমুখী। আধুনিক ভারত গড়ার লক্ষ্যে এই বাজেট।
তিনি বলেছেন, ‘বিনিয়োগ ও কর্মসংস্থানের লক্ষ্যে এই বাজেট খুবই সম্ভাবনাময়। স্বাস্থ্য থেকে শিক্ষা, পরিকাঠামো সবকিছুতে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, বাজেটে সমাজের সর্বস্তরের মানুষের কথা ভাবা হয়েছে। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ ধরনের বাজেটের জন্য প্রধানমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, গত ১০০ বছরের সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে এই বাজেট নতুন আশার সঞ্চার করেছে। অর্থব্যবস্থাকে শক্তিশালী করে তোলার পাশাপাশি এই বাজেডে সাধারণ মানুষের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। তিনি বলেছেন, বাজেট বুনিয়াদি কাঠানো, বেশি লগ্নি, আরও বেশি উন্নতি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনায় ভরপুর। তিনি বলেছেন, এই বাজেট গ্রিন কর্মসংস্থানের সম্ভাবনাও খুলবে।
প্রধানমন্ত্রী বলেছেন, হিমাচল, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর ও উত্তর-পূর্বের মতো অঞ্চলে প্রথম দেশে পর্বতমালা যোজনা শুরু করা হচ্ছে। এই পরিকল্পনা পার্বত্য এলাকায় পরিবহণের আধুনিক ব্যবস্থা গড়ে তুলবে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, বাজেটে মৌলিক পরিকাঠামোতে বেশি লগ্নি, আর্থিক বৃদ্ধি ও আরও বেশি কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, এই বাজেটের একটা গুরুত্বপূর্ণ দিক হল গরিব অংশের কল্যাণ। প্রত্যেক দরিদ্রদের যাতে পাকা বাডি, বাড়িতে জলের সংযোগ, শৌচালয়, রান্নার গ্যাসের সুবিধা থাকে, সেই বিষয়গুলি বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। সইসঙ্গে আধুনিক ইন্টারনেট কানেক্টিভিটির ওপরই একই ধরনের গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের কোটি কোটি মানুষের আস্থা, গঙ্গার সাফাই অভিযানের সঙ্গে সঙ্গে কৃষকদের কল্যাণের জন্যও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ-এই পাঁচ রাজ্যে গঙ্গার তীরে প্রাকৃতিক কৃষিকাজকে উৎসাহিত করা হবে।