(Source: ECI/ABP News/ABP Majha)
Budget 2023: আবাস যোজনায় বাজেটে বিপুল বরাদ্দ, বৃদ্ধি ৬৬%
Awas Yojna Budget: আগের চেয়ে বরাদ্দ বাড়ল আবাস যোজনায়। কত বাড়বে উপভোক্তা?
কলকাতা: সাধারণ বাজেট আবাস যোজনা নিয়ে দরাজ অর্থমন্ত্রী। আগামী অর্থবর্ষের বাজেটে আবাস যোজনা প্রকল্পের জন্য বিপুল পরিমাণ বরাদ্দ বৃদ্ধি করা হল।
কত বরাদ্দ:
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ বেড়ে হল ৭৯ হাজার কোটি টাকা। অর্থাৎ আবাস যোজনায় বরাদ্দ বাড়ল ৬৬ %।
প্রকল্পের গুরুত্ব:
দেশের শহর ও গ্রামীন এলাকায় আর্থিকভাবে পিছিয়ে পড়া বাসিন্দাদের বাড়ি তৈরিতে সাহায্য করে সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে এই কাজ করা হয়। এই প্রকল্পের মাধ্যমে সরাসরি বহু মানুশ উপকৃত হয়ে থাকেন। এটাই দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। আগামী বছরেই লোকসভা নির্বাচন। তার আগে আবাস যোজনা নিয়ে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া এই বছরেই অন্তত ৯টি রাজ্যে বিধানসভা ভোট রয়েছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গে আবাস যোজনা নিয়ে টানা বিক্ষোভের ঘটনা ঘটেছে। ওই যোজনায় দুর্নীতির অভিযোগও উঠেছে। তার জন্য রাজ্যে আবাস যোজনার পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্র থেকে বিশেষ দলও এসেছে। যারা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে আবাস যোজনার পরিস্থিতি খতিয়ে দেখছে। বাংলায় এই প্রকল্প নিয়ে বারবার কেন্দ্র-রাজ্য তরজা হয়েছে। রাজ্যের তরফে বরাদ্দ না মেলার অভিযোগ এখন যেমন উঠেছে। তেমনই বিজেপির নেতাদের তরফে হিসেবে গরমিলের অভিযোগ তোলা হয়েছে। যা ঘিরে এখন বাংলা সরগরম। আবার এই বছরেই রয়েছে পঞ্চায়েত ভোট। সব মিলিয়ে আবাস যোজনায় বরাদ্দের উপর গ্রামীন জনগণের একটা বড় অংশের সুবিধা জড়িয়ে রয়েছে। যা ভোট বাক্সেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে, সাধারণ বাজেটে আবাস যোজনায় বিপুল পরিমাণ বরাদ্দ বৃদ্ধির ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এবার এই বরাদ্দের সুফল কি গ্রামের মানুষ পাবেন? নাকি ফের রাজনৈতিক টানাপড়েনের ঘটনায় ভুগবেন তাঁরা। বলবে সময়।
বাজেট বক্তব্য রাখার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে মূলধনী খাতে বরাদ্দ ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, তা হয়েছে ১০ লক্ষ কোটি টাকা। যা জিডিপির ৩.৩ শতাংশ। অর্থমন্ত্রী আরও বলেছেন যে urban infra development fund- থাকবে যা National Housing Bank (NHB) দেখভাল করবে। তিনি বলেন, 'urban infra development fund-এর জন্য প্রতিবছর ১০ হাজার কোটি টাকা আমরা পাব।'
আরও পড়ুন: বিশ্বের তুলনায় ভাল অবস্থায় ভারত, রইল দেশের আর্থিক সমীক্ষার সাতসতেরো