Byju's: আগামী ছয় মাসের মধ্যে ৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে Byju's, নিয়োগ করবে ১০ হাজার শিক্ষক
Byju's To Fire Employees: দেশের পাশাপাশি এবার বিদেশের মাটিতেও নিজেদের ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে চাইছে জনপ্রিয় স্টার্ট আপ Byju's।
Byju's: আগামী ৬ মাসের মধ্যে ৫ শতাংশ, প্রায় ২৫০০ কর্মী ছাঁটাই করবে ভারতের জনপ্রিয় Edtech সংস্থা Byju's। ২০২১ অর্থবর্ষের বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে এই সংস্থা। Byju's- এর FY21- এ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪৫৮৮ কোটি টাকা, যা আগের অর্থবর্ষের তুলনায় অন্তত ১৯ গুণ বেশি। আর তাই ক্ষতির পরিমাণ কমাতে এবং লাভ বাড়ানোর জন্য এবার শক্ত হাতে হাল ধরতে চলেছে Byju's সংস্থা। জানা গিয়েছে, কোম্পানির ৫০ হাজার workforce- এর মধ্যে থেকে ৫ শতাংশ কর্মী ছাঁটাই করতে চলেছে। এর ফলে প্রায় ২৫০০ কর্মী কাজ হারাতে পারেন। product, content, media এবং technology- এই সমস্ত বিভাগ থেকে আগামী ৬ মাসের মধ্যে এই কর্মীদের ছাঁটাই করা হবে। টেক স্টার্টআপ সংস্থা Byju's- এর এই সিদ্ধান্ত যথেষ্টই চমকে দেওয়ার মতো। প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন প্রযুক্তি সংস্থা ইতিমধ্যেই বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে। FY21- এর ক্ষয়ক্ষতির কারণে বিভিন্ন আইটি কোম্পানি খরচ নিয়ন্ত্রণের পাশাপাশি নিয়োগ বন্ধ করেছে। সর্বোপরি যাঁদের কাজের পারফরম্যান্স খারাপ কোম্পানি তাঁদের বরখাস্ত করতে পারে।
তবে কর্মী ছাঁটাইয়ের মতো আতঙ্কের খবরের মাঝামাঝি অন্য একটি ঘোষণাও করেছে Byju's সংস্থা। দেশের পাশাপাশি এবার বিদেশের মাটিতেও নিজেদের ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে চাইছে এই জনপ্রিয় স্টার্ট আপ। আর তাই নতুন করে পার্টনারশিপ তৈরি করতে পারে এই সংস্থা। সেই সঙ্গে ১০ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনাও রয়েছে তাদের। ভারত এবং বিদেশে নিজেদের ব্যবসা বাড়ানোর উদ্যোগে এই বিপুল পরিমাণ শিক্ষক নিয়োগের পরিকল্পনা করেছে Byju's সংস্থা। এই Educational Start Up- এর সহ-প্রতিষ্ঠাতা দিব্যা গোকুলনাথ এমনটাই ঘোষণা করেছেন। ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে লাভের মুখ দেখার জন্য এই সমস্ত পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন তিনি।
দিব্যা গোকুলনাথ আরও জানিয়েছেন যে এই নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে Byju's- এর কাজের দক্ষতা বাড়বে এবং খামতিগুলি কমানো সম্ভব হবে। Byju's- এর হাইব্রিড টিচিং মডেল যার মধ্যে রয়েছে টিউশন সেন্টার এবং অনলাইন টিচিং মডেল- এই দুই ক্ষেত্রে Byju's- এর ক্লাস এবং লার্নিং অ্যাপের মাধ্যমেই ভালভাবেই এগোচ্ছে সংস্থা। এই পরিকাঠামোয় প্রথম দুই পরিষেবার জন্য নতুন করে ১০ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনায় রয়েছে Byju's সংস্থা। আর এর মাধ্যমেই রেভিনিউ সঠিক পর্যায়ে থাকবে বলে দাবি করেছেন Byju's- এর সহ-প্রতিষ্ঠাতা দিব্যা গোকুলনাথ। নতুন শিক্ষক নিয়োগের অর্ধেক হবে আগামী ৬ মাসের মধ্যে। ইংরেজি এবং স্প্যানিশ বলা জায়গা থেকে শিক্ষক নেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত থেকে শিক্ষকদের নেওয়া হবে বলেও জানা গিয়েছে। লাতিন আমেরিকায় ব্যবসা বাড়ানোর ক্ষেত্রেও উদগ্রীব রয়েছে Byju's সংস্থা।
আরও পড়ুন- দীপাবলিতে দারুণ অফার, ১০ টাকায় ৩ মাস বিজ্ঞাপন ছাড়া দেখুন ইউটিউব