Car Price Hike: সরকারের এই নিয়মে আরও দামি হবে গাড়ি ! তাও লাভ সাধারণের
Car Price Hike: সরকারের নতুন নিয়মে আরও দামি হতে চলেছে দেশের গাড়ি বাজার। এমনিতেই কাঁচামালের কারণে গাড়ির দাম বাড়িয়েছে কোম্পানিগুলি।
Car Price Hike: সরকারের নতুন নিয়মে আরও দামি হতে চলেছে দেশের গাড়ি বাজার। এমনিতেই কাঁচামালের কারণে গাড়ির দাম বাড়িয়েছে কোম্পানিগুলি। ফের একবার সরকারের এই নিয়মের জন্য দাম বাড়াতে হবে গাড়ি প্রস্তুতকারী কোম্পানিগুলিকে। যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে মারুতি-সুজুকি।
Car Price Hike: সরকারের সিদ্ধান্তে মারুতির বক্তব্য
সরকারের নতুন সিদ্ধান্ত নিয়ে রয়টার্সকে মারুতি-সুজুকির চেয়ারম্যান আরসি ভার্গব বলেছেন, ''যাত্রীবাহী গাড়িগুলিতে বাধ্যতামূলক ৬টি এয়ারব্যাগ তাদের দাম আরও বাড়িয়ে দেবে। এর প্রভাব পড়বে কোম্পানিগুলির গাড়ি বিক্রিতে। কারণ, ইতিমধ্যেই কাঁচামালের বর্ধিত ব্যয়ের কারণে গাড়ির দাম বাড়াতে হয়েছে কোম্পানিগুলিকে।
Car Price Hike: কী নতুন নিয়ম করেছে সরকার ?
কেন্দ্রীয় সরকার জানুয়ারিতে একটি রেজোলিউশন জারি করে। যেখানে বলা হয়েছে , ১ অক্টোবর থেকে তৈরি সব যাত্রীবাহী গাড়ির জন্য ছটি এয়ারব্যাগ বাধ্যতামূলক করতে হবে। অর্থাৎ, কোম্পানিগুলিকে ১ অক্টোবর থেকে তৈরি সব গাড়িতে ছয়টি এয়ারব্যাগ সরবরাহ করতে হবে। সরকারের এই পদক্ষেপ সড়ক নিরাপত্তা বাড়ানোর একটি পদক্ষেপ বল গণ্য করা হচ্ছে। যদিও এখনও এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর পড়েনি।
Car Price Hike: কী বলেছেন ভার্গব ?
সরকারের সিদ্ধান্ত নিয়ে ভার্গব বলেছেন, ''মহামারীর কারণে ছোট গাড়ির বিক্রি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ছ'টি এয়ারব্যাগের নিয়ম তাদের খরচ আরও বাড়িয়ে দেবে। যা তাদের বিক্রিকে আরও ক্ষতিগ্রস্ত করবে।'' এই বলেই অবশ্য থেমে থাকেননি মারুতি-সুজুকির চেয়ারম্যান। তিনি জানান, এই নিয়মের সবচেয়ে বেশি প্রভাব পড়বে ছোট গাড়ির বাজারে। গ্রাহকরা বেশি দামি গাড়ি কিনতে পারবেন না।
Car Safety: সুরক্ষার দিক থেকে কতটা ভাল ?
তবে সরকারের এই সিদ্ধান্তে সুরক্ষার দিক থেকে উপকৃত হবেন গ্রাহকরা। আগের থেকে নিরাপদ গাড়িতে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। বর্তমানে দেশে তৈরি সমস্ত গাড়ি ড্রাইভার সাইড ও সামনের যাত্রীর পাশে এয়ারব্যাগ দেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ দেশে তৈরি যেকোনও গাড়িতে কমপক্ষে দুটি এয়ারব্যাগ দেওয়ার নিয়ম প্রযোজ্য দেশে। যা বাড়িয়ে ৬টি করতে বলেছে সরকার।
Car Price Hike: চার এয়ারব্যাগ বাড়ালে কত দাম বৃদ্ধি ?
অটো মার্কেট ডেটা প্রদানকারী সংস্থা JATO Dynamics-এর মতে, গাড়িতে আরও চারটি এয়ারব্যাগ যোগ করলে খরচ প্রায় 17,600 টাকা বেড়ে যাবে। JATO ইন্ডিয়ার সভাপতি রবি ভাটিয়া বলেছেন, ''কিছু ক্ষেত্রে খরচ আরও বেশি হতে পারে, কারণ কোম্পানিগুলিকেও গাড়ির কাঠামোতে ইঞ্জিনিয়ারিং পার্টসেও পরিবর্তন করতে হবে৷ তাতেই আরও বাড়বে দাম।''
আরও পড়ুন : Yamaha YZF R15M নিয়ে এল ওয়ার্ল্ড জিপি এডিশন, কী বদল বাইকে ?