Bangladesh :জেল থেকে মুক্তি পেয়েই ভারতের বিরুদ্ধে যুদ্ধজিগির আনসারুল্লাহ বাংলা বাহিনীর প্রধানের
ABP Ananda LIVE : চিকেনস নেককে টার্গেট আনসারুল্লাহ বাংলার। কাশ্মীর নিয়েও হুঙ্কার। 'সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বল। কাশ্মীরকে বল স্বাধীনতার উদ্দেশে বেরিয়ে পড়তে', বলছেন জসিমউদ্দিন রহমানি।
দিনভর চেষ্টা করেও বিফল বনদফতর। দিন পেরিয়ে রাত, এখনও অধরা বাঘিনী যমুনা। বন দফতর সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী পুরুলিয়ার বান্দোয়ান থানার রাইকা পাহাড়ের কেশরা জঙ্গলে রয়েছে ওই বাঘিনী। জঙ্গলের বিভিন্ন জায়গায় গবাদি পশুদের দিয়ে ফাঁদ পেতেও ধরা যায়নি যমুনাকে। মোটেই ওই ফাঁদে পা দেয়নি বাঘিনী। এখনও বাঘিনী বনদফতরের আওতায় না আসায় আতঙ্ক ছড়িয়েছে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে। গ্রামে গ্রামে মাইকিংয়ের মাধ্যমে সতর্কতা প্রচার চলছে। গৃহবন্দী হয়ে পড়েছেন মানুষজন। রাস্তাঘাট প্রায় ফাঁকা। বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছেন বনকর্মীরা। পুরুলিয়া বনবিভাগ, উড়িষ্যার সিমলিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ দল এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের থেকে আসা বিশেষ টিম একত্রিত হয়ে বাঘিনীকে বাগে আনতে মরিয়া। তবুও অধরা বাঘিনী।