Car Sales May 2022: হুন্ডাইকে পিছনে ফেলল টাটা, দখল দ্বিতীয় স্থান
Automobile Industry: ২০২২ সালের মে মাসের হিসেব অনুযায়ী গাড়ির বিক্রির সংখ্যায় হুন্ডাইকে পিছনে ফেলেছে টাটা মোটরস।
নয়াদিল্লি: বাণিজ্যিক গাড়ির জগতে ফের চমক। গাড়ি বিক্রির সংখ্যায় হুন্ডাই (Hyundai)-কে পিছনে পেলে দ্বিতীয় স্থানে উঠে এল ভারতীয় গাড়ি প্রস্তুতকারক সংখ্যা টাটা মোটরস (Tata Motors)। ২০২২ সালের মে মাসের হিসেব অনুযায়ী গাড়ির বিক্রির সংখ্যায় হুন্ডাইকে পিছনে ফেলেছে টাটা মোটরস।
কার কত বিক্রি:
চলতি বছরের মে মাসে টাটা বিক্রি করেছে ৪৩, ৩৪১টি গাড়ি। অন্যদিকে হুন্ডাই বিক্রি করেছে ৪২, ২৯৩টি গাড়ি।
এটাই প্রথম নয়। গত ৬ মাসে এই নিয়ে দ্বিতীয় বারের জন্য টাটা মোটরসের কাছে দ্বিতীয় স্থান খোয়াল হুন্ডাই। গত বছর, অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বর মাসে খুব কম বিক্রি হয়েছিল হুন্ডাইয়ের। ফলে সেবারও তারা নেমে এসেছিল ৩ নম্বরে। এবার ২০২২ সালের মে মাসেও ১০৪৮টি ইউনিটে (Unit) হুন্ডাইকে পিছনে ফেলল টাটা মোটরস।
বিক্রি বেড়েছে দুই সংস্থারই:
তালিকায় তিন নম্বরে থাকলেও বিক্রি বেড়েছে হুন্ডাইয়ের। ঘরোয়া বাজারে (Domestic Market) মে মাসে গাড়ি ও এসইউভি (SUV) সেগমেন্টে মোট ৪২,২৯৩ গাড়িটি বিক্রি করেছে। Year on Year-সেলসের হিসেব অনুযায়ী গত বছরের তুলনায় প্রায় সত্তর শতাংশ গাড়ি বিক্রি বেড়েছে হুন্ডাইয়ের। বেড়েছথে রফতানিও (Export)। মে মাসেই, হুন্ডাইয়ের রফতানি দাঁড়িয়েছে ৮৯৭০-তে, শতাংশের হিসেবে ৫৭.৩১ শতাংশ। ঘরোয়া বাজার ও রফতানি মিলিয়ে সংস্থার মোট বিক্রি ৫১ হাজার ২৬৩ গাড়িটি। এই ক্ষেত্রে Year on Year-সেলসের হিসেব অনুযায়ী গত বছরের তুলনায় বিক্রি বেড়েছে ৬৬.৯৬ শতাংশ। জুনেই নতুন হুন্ডাই ভেনু (Hyundai Venue) লঞ্চ করছে সংস্থা।
মে মাসে বাণিজ্যিক হিসেবে ৪৩, ৩৪১ টি গাড়ি বিক্রি করেছে টাটা মোটরস। গত বছরের তুলনায় হিসেব করলে অভাবনীয়ভাবে গাড়ি বিক্রি বেড়েছে ১৮৫ শতাংশ। সংস্থার বৈদ্যুতিক গাড়ি (Electric Vehicle) বিক্রিও লাফিয়ে বেড়েছে। এই বিভাগে শতাংশের হিসেবে ৬২৬% লাফ বিক্রির পরিমাণে।
আরও পড়ুন: এপ্রিলের থেকে কম, তবুও রেকর্ড মে'র জিএসটি সংগ্রহে