(Source: ECI/ABP News/ABP Majha)
GST Collection: এপ্রিলের থেকে কম, তবুও রেকর্ড মে'র জিএসটি সংগ্রহে
GST Record: ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী চলতি বছরের মে মাসে ১ লক্ষ ৪০ হাজার ৮৮৫ লক্ষ কোটি টাকা জিএসটি বাবদ সংগ্রহ করা হয়েছে।
নয়াদিল্লি: মে মাসে প্রায় দেড় লক্ষ কোটির কাছাকাছি জিএসটি সংগ্রহ করল ভারত সরকার। ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী চলতি বছরের মে মাসে ১ লক্ষ ৪০ হাজার ৮৮৫ লক্ষ কোটি টাকা জিএসটি বাবদ সংগ্রহ করা হয়েছে।
কম হলেও রেকর্ড!
আগের মাসে অর্থাৎ এপ্রিলেই রেকর্ড পরিমাণ জিএসটি সংগৃহীত হয়েছে। গত মাসে আদায় করা জিএসটি-এর পরিমাণ ১ লক্ষ ৬৮ হাজার লক্ষ কোটি টাকা। সেই অনুযায়ী, এপ্রিলের তুলনায় মে মাসে কম পরিমাণ জিএসটি সংগৃহীত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এপ্রিলের তুলনায় মে মাসে ১৬ শতাংশ কম জিএসটি সংগ্রহ করা গিয়েছে। কিন্তু অন্য হিসেবে মে মাসে জিএসটি বাবদ যা অর্থ সংগ্রহ করা গিয়েছে সেটাও রেকর্ড হয়েছে। Year on Year-এর হিসেবের ভিত্তিতে গত বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে সংগৃহীত অর্থের পরিমাণ ৪৪ শতাংশ বেশি। গত বছরের মে মাসে ৯৭ হাজার কোটি টাকা জিএসটি সংগৃহীত হয়েছিল।
কোথায় কত পরিমাণ:
CGST-এর পরিমাণ ২৫ হাজার ৩৬ কোটি টাকা। SGST-এর পরিমাণ ৩২ হাজার ১ কোটি টাকা। IGST-এর পরিমাণ ৭৩ হাজার ৩৪৫ কোটি টাকা। সেস বাবদ সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৫০২ কোটি টাকা।
মে, ২০২২-এর তথ্য অনুযায়ী যা জিএসটি পাওয়া গিয়েছে। তা অনুযায়ী, সেখান থেকে CGST বাবদ ৫২ হাজার ৯৬০ কোটি এবং SGCT বাবদ ৫৫ হাজার ১২৪ কোটি টাকা ভাগ হয়েছে।
মেটানো হয়েছে বকেয়া:
মঙ্গলবারই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জিএসটি বাবদ প্রাপ্য মোট ৮৬ হাজার ৯১২ কোটি টাকা ছেড়েছে কেন্দ্র।
এপ্রিলে কত?
মার্চে যে পরিমাণ জিএসটি (GST) আদায় হয়েছিল। এপ্রিল (April) মাসে তার থেকেও বেশি পরিমাণ আদায় হয়েছিল। মার্চের তুলনায় এপ্রিলে ২৫ হাজার কোটি টাকা বেশি জিএসটি আদায় হয়েছে। এছাড়া, গত বছরে অর্থাৎ ২০২১ সালের এপ্রিল মাসে যে পরিমাণ জিএসটি পাওয়া গিয়েছিল, ২০০২ সালের এপ্রিল মাসে সংগৃহীত জিএসটির পরিমাণ তার চেয়ে ২০ শতাংশ বেশি।