Shivaji Maharaj Statue : ভারত-পাক সীমান্তে সাহস জোগাবে ছত্রপতি শিবাজির মূর্তি, দুর্গ থেকে আনা হবে ভূমি পুজোর মাটি
India Pakistan LOC News: ভারত-পাক সীমান্তে বসতে চলেছে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি। সেনার মনোবল বাড়াতে এই উদ্যোগ নিয়েছে 'আমহি পুনেকর' নামের এক সংগঠন।
India Pakistan LOC News: ভারত-পাক সীমান্তে বসতে চলেছে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি। সেনার মনোবল বাড়াতে এই উদ্যোগ নিয়েছে 'আমহি পুনেকর' নামের এক সংগঠন। বেসরকারি এই সংগঠন জানিয়েছে, মূর্তির ভূমি পুজোর জন্য শিবাজি মহারাজের দুর্গ থেকে আনা হবে মাটি।
Shivaji Maharaj Statue Near LOC: শিবাজির মূর্তি কেন সীমান্তে ?
ওই বেসরকারি সংগঠনের তরফে বলা হয়েছে, শত্রুকে যোগ্য জবাব দিতে ছত্রপতি শিবাজি মহারাজই হতে পারে ভারতীয় সেনার অনুপ্রেরণা। ভারত-পাক সীমান্তে প্রতিদিন এই মূর্তি দেখেই লড়ার আত্মবিশ্বাস পাবে জওয়ানরা। একজন হিন্দু রাজার শত্রু নিধনের সাহস বুকে বল জোগাবে সেনার।
India Pakistan LOC News: কোথায় বসবে শিবাজির মূর্তি ?
সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, কাশ্মীরের কিরণ ও টাংধর তিতওয়াল উপত্যকায় বসতে চলেছে শিবাজির মূর্তি। শীঘ্রই কাশ্মীরের কুপওয়ারা জেলা কালেক্টর ডাঃ সাগর দত্তাত্রেয় ডইফোডের অনুমতিতে মূর্তিটি স্থাপন করা হবে। ছত্রপতি শিবাজি মহারাজ আটকেপার স্মারক সমিতির প্রধান অভয়রাজ শিরোলে ও 'আমহি পুনেকর' এনজিও-র সভাপতি হেমন্ত যাদব এই উদ্যোগের পরিকল্পনা করেছেন।
শিবাজির মূর্তি স্থাপন নিয়ে হেমন্ত যাদব বলেন, ''মার্চের শেষ নাগাদ মূর্তি স্থাপনের জন্য ভূমিপুজো হবে। রায়গড়, তোরানা, শিবনেরি, রাজগড় ও প্রতাপগড় দুর্গের মাটি ও জল ভূমিপূজনের জন্য কাশ্মীরে নিয়ে যাওয়া হবে। শিবজিরাজের পদধূলিতে পবিত্র এই মাটি নিয়ে যাবে আমহি পুনেকার এনজিও। ''