Protein Powder: প্রোটিন পাউডার খেয়ে ক্ষতি করছেন ? এই কোম্পানিকে বড় জরিমানা
BigMuscles: সম্প্রতি এমনই এক কোম্পানির বিরুদ্ধে বড় জরিমানা করল কনজিউমার ফোরাম (Consumer Forum)।
Big Muscles: প্রোটিন পাওডার (Protin Powder) খেয়ে মাংস বৃদ্ধির পরিকল্পনা করছেন ? ভাল শরীর গঠনের পরিবর্তে হতে পারে ক্ষতি। কারণ অনেক ক্ষেত্রেই পাওডারের সঠিক গুণাগুণ সম্পর্কে ক্রেতাকে জানাচ্ছেই না কোম্পানি। সম্প্রতি এমনই এক কোম্পানির বিরুদ্ধে বড় জরিমানা করল কনজিউমার ফোরাম (Consumer Forum)।
কাদের বিরুদ্ধে বেশি অভিযোগ
চলতি বছরের শুরুতে অনেক প্রোটিন পাউডার কোম্পানির বিরুদ্ধেই উঠেছিল অভিযোগ। এই কোম্পানিগুলির বিরুদ্ধে পণ্যে মিথ্যে ও অতিরঞ্জিত দাবি করার অভিযোগ উঠেছে। এর মধ্যে বেশিরভাগ অভিযোগই অবশ্য বিগমাসলের বিরুদ্ধে তোলা হয়েছে। এখন এক গ্রাহকের অভিযোগে কোম্পানিকে এক লাখ টাকা জরিমানা দিতে বলেছে আদালত।
প্রতিবেদনে বিগ মাসলের পণ্যটি সবচেয়ে খারাপ বলা হয়েছিল
জনপ্রিয় হেপাটোলজিস্ট সাইরিয়াক এবি ফিলিপস, দ্য লিভারডক নামে পরিচিত, প্রোটিন পাউডার উত্পাদনকারী সংস্থাগুলির বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। এরপর অনেক প্রোটিন ব্র্যান্ডের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। প্রতিবেদনে বিগ মাসলের প্রোটিন পাউডারটিকে সবচেয়ে খারাপ হিসাবে বিবেচনা করা হয়েছিল। ব্র্যান্ডটি বেশকিছু সময়ের জন্য ভুয়ো তথ্য লেবেলে দিয়েছে বলে বিতর্কে জড়িয়ে পড়ে।
ল্যাব পরীক্ষায় এসেছে আসল তথ্য
এদিকে মুম্বাইয়ের রাহুল শেখাওয়াত জানতে পেরেছিলেন যে তিনি অনলাইনে যে প্রোটিন পাউডার কিনেছিলেন তাতে বিভ্রান্তিকর তথ্য এবং সম্ভাব্য ক্ষতিকারক উপাদান রয়েছে। তিনি 2023 সালের ফেব্রুয়ারিতে বিগ মাসল নিউট্রিশনের প্রোটিন পাউডার কিনেছিলেন। যে প্রোটিন পাওডারে দাবি করা হয়েছিল, পণ্য়ে 100 শতাংশ পারফরম্যান্স পাবেন ক্রেতা, এতে কোনও অ্যাডেড সুগার বা চিনি নেই। পরবর্তীকালে ওয়ে প্রোটিনের স্বাস্থ্য উপকারিতা নিয়ে পড়াশোনার পর তিনি সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন। যারপর সংস্থা তাকে ল্যাব রিপোর্টও পাঠায়। যদিও তিনি অন্য ল্যাব থেকে পরীক্ষা করতেই জানতে পারেন, ওই পণ্যটিতে চিনি রয়েছে।
উপভোক্তা আদালতে অভিযোগ করতেই জরিমানা
এই ল্য়াব টেস্টের রিপোর্ট পেয়েই রাহুল কোম্পানিকে একটি নোটিস পাঠান। পরে উত্তর না পেয়ে তিনি কনজিউমার ফোরামে অভিযোগ দায়ের করেন। যদিও নোটিস পেয়েও সংস্থা ফোরামে হাজিরা দেয়নি। পরবর্তীকালে স্বাধীন ল্যাব রিপোর্টের ভিত্তিতে, গ্রাহক ফোরাম কোম্পানির বিরুদ্ধে অভিযোগ সঠিক বলে মনে করে। শেখাওয়াতের পক্ষেই যায় রায়। শেষ অভিযোগকারীকে মানসিক যন্ত্রণা ও বিভ্রান্তিকর পণ্যের জন্য সম্পূর্ণ অর্থ ফেরত হিসাবে 1.1 লাখ টাকা ক্ষতিপূরণ হিসাবে দিতে বলে।
Microsoft Global Outage: কম্পিউটার, ল্যাপটপ খুললেই উইন্ডোজে ব্লু স্ক্রিন, কীভাবে ঠিক করবেন ত্রুটি ?