India vs Australia Live: এখনও ২৯ রানে পিছিয়ে ভারত, হাতে পাঁচ উইকেট, এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব?
Border Gavaskar Trophy: অ্যাডিলেডে বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ১২৮/৫।
LIVE
Background
কেন? কারণ, গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ মানেই গোধূলির ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময় ব্যাটারদের কাছে ত্রাসের মতো। হুড়মুড়িয়ে উইকেট পড়ে। গোটা বিশ্বে যেখানে যখন গোলাপি বলে টেস্ট ম্যাচ হয়েছে, এটাই দস্তুর। যার কারণও কয়েকদিন আগে ব্যাখ্যা করে দিয়েছেন চেতেশ্বর পূজারা। জানিয়েছিলেন, গোলাপি বল দেখা সবচেয়ে বেশি কঠিন হয়ে পড়ে গোধূলিতে। তাই সেই সময় ব্যাটিং সবচেয়ে কঠিন।
অ্যাডিলেডে বর্ডার-গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) দ্বিতীয় টেস্টে সেই গোধূলি আতঙ্ক তাড়া করল ভারতকেও। গোলাপি বলে দিন-রাতের টেস্টে ভারতের প্রথম ইনিংস মুড়িয়ে গেল ১৮০ রানে। যার মধ্যে লাঞ্চের পর দ্বিতীয় সেশনে ২১.১ ওভারে ৯৮ রানে ৬ উইকেট পড়ল ভারতের। সেই সময়, দুপুরের পর থেকে যখন আলো পড়ে আসে।
আর সেই আতঙ্কের মাঝে ব্যাট হাতে অসমসাহসী লড়াই করলেন নীতীশ কুমার রেড্ডি। পারথে যাঁর টেস্ট অভিষেক হয়েছে। আর তাঁর হাতে ভারতের টেস্ট ক্যাপ তুলে দিয়েছিলেন স্বয়ং তাঁর আদর্শ, বিরাট কোহলি। পারথে প্রথম ইনিংসে ব্যাট হাতে চাপের মুখে ঝোড়ো ব্যাটিং করেছিলেন অন্ধ্র প্রদেশের ক্রিকেটার। যিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলেন। অ্যাডিলেডে ভারতের প্রথম একাদশে তিনটি বদল হয়েছে। তবে নীতীশে আস্থা রেখেছে টিম ম্য়ানেজমেন্ট।
IND vs AUS 2nd Test Live: এখনও ২৯ রানে পিছিয়ে ভারত
অ্যাডিলেডে গোলাপি বলের দিন-রাতের টেস্টের দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসেও প্রবল চাপে ভারত। ১২৮ রানে পাঁচ উইকেট খুইয়ে বসেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ২৯ রানে পিছিয়ে ভারত। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে অলৌকিক কিছু প্রয়োজন।
India vs Australia Test Live Updates: ৬ রান করে কামিন্সের বলে বোল্ড রোহিত
জীবনরক্ষা হলেও রান পেলেন না রোহিত। ৬ রান করে কামিন্সের বলে বোল্ড হলেন। ভারতের স্কোর ১০৫/৫।
India vs Aus Live Update: স্টার্কের বলে বোল্ড শুভমন গিল
স্টার্কের বলে বোল্ড শুভমন গিল (২৮)। রোহিত শর্মা এলবিডব্লিউ হয়ে গিয়েও স্টার্ক নো বল করায় জীবনদান পেলেন। ভারতের স্কোর ৮৮/৪।
India vs Australia Live: ১১ রান করে বোল্যান্ডের বলে ফিরলেন কোহলি
জোর ধাক্কা খেল ভারত। ১১ রান করে বোল্যান্ডের বলে ফিরলেন কোহলি। ভারতের স্কোর ৭০/৩।
IND vs AUS Test Live Score: আউট জয়সওয়াল
আক্রমণে এসেই উইকেট তুলে নিলেন স্কট বোল্যান্ড। ফিরিয়ে দিলেন যশস্বী জয়সওয়ালকে। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে প্যাভিলিয়ন ফিরলেন। ভারত এখনও ১১৫ রানে পিছিয়ে।