Crude Oil: কমবে অপরিশোধিত তেলের দাম, আগামী মাস থেকেই সস্তা হবে পেট্রোল ডিজেল ?
Petrol Diesel Price: সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে সৌদি আরবে এবার আদপেই তেলের দাম কমতে চলেছে। আরব লাইট ক্রুডের অফিসিয়াল সেলিং প্রাইস অক্টোবর মাসে প্রতি ব্যারেলে ৫০ থেকে ৭০ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে।
Petrol Diesel Price: অক্টোবর মাসে অর্থাৎ আগামী মাসেই অপরিশোধিত তেলের দাম হু হু করে কমতে চলেছে। বিশ্বের সবথেকে বড় অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব এশিয়ার কাছে যে সমস্ত প্রকারের অপরিশোধিত তেল রফতানি করে, সেগুলির দাম (Petrol Diesel Price) কমাতে চলেছে। দুবাইতে মধ্যপ্রাচ্যের বেঞ্চমার্কে পতন আসার কারণে এই দাম (Crude Oil Price) কমাতে চলেছে সৌদি আরব। আর যদি সত্যিই এইভাবে অপরিশোধিত তেলের দাম কমায় সৌদি আরব, তাহলে ভারতের কাছে তা অত্যন্ত বড় খবর হবে। এই কারণেই আগামী মাস থেকে অনেকটাই সস্তা হয়ে যেতে পারে তেলের দাম।
আরব লাইট ক্রুড তেলের দাম কমতে পারে
সংবাদমাধ্যম সূত্রে মঙ্গলবার জানা গিয়েছে সৌদি আরবে এবার আদপেই তেলের দাম কমতে চলেছে। এই প্রতিবেদন অনুসারে আরব লাইট ক্রুডের অফিসিয়াল সেলিং প্রাইস অক্টোবর মাসে প্রতি ব্যারেলে ৫০ থেকে ৭০ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে। গত মাসেও একইভাবে দুবাইতে কমে গিয়েছিল তেলের দাম। রয়টার্সের সমীক্ষা অনুযায়ী ৫টির মধ্যে ৪টি তেল শোধনকারী সংস্থা এই সংবাদে সম্মতি জানিয়েছেন।
অপরিশোধিত তেলের চাহিদা কমছে চিনে
সংবাদমাধ্যম সূত্র অনুসারে এই অপরিশোধিত তেলের দাম কমার আরও একটি কারণ হল চিনে এই তেলের চাহিদা কমে যাওয়া। চিনের রিফাইনিং মার্জিন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। উৎপাদন ও রিয়েল এস্টেট সেক্টরেও খানিক খরা দেখা দিয়েছে। এই কারণে পেট্রোল ডিজেলের চাহিদাও অনেকখানি কমে গিয়েছে চিনে। সেপ্টেম্বর মাসে যেখানে বছরের সবথেকে বেশি চাহিদা থাকে, সেখানেই অপরিশোধিত তেলের বিপণন পিছিয়ে রয়েছে।
OPEC দেশগুলি উৎপাদন বাড়িয়েছে
অন্যদিকে অক্টোবর মাস থেকেই OPEC দেশগুলির তেল সরবরাহের মাত্রাও অনেকখানি বেড়ে যাবে। এই গ্রুপের ৮ সদস্য সিদ্ধান্ত নিয়েছে আগামী মাস থেকেই ১ লক্ষ ৮০ হাজার ব্যারেল বেশি তেল উৎপাদন করবে। দুবাইয়ের বেঞ্চমার্ক বদলে যাওয়ার কারণে সৌদি আরবেও অপরিশোধিত তেলের দাম কমে যাবে আগামী মাস থেকেই। আরব মিডিয়াম ও আরব হেভি তেলের চাহিদা বাড়ার কারণে এর দাম ৫০ সেন্ট করে কমে যেতে পারে আগামী মাস থেকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Multibagger Stocks: ২ বছরেই ৩৩ টাকার স্টক ৬০০ টাকায় ! বিপুল মুনাফা এই মাল্টিব্যাগারে