7th Pay Commission: ফের বাড়বে ডিএ, লক্ষাধিক কর্মীর অপেক্ষার সময় শেষ, শীঘ্রই ঘোষণা ?
Salary News: রিপোর্ট বলছে, শীঘ্রই সরকারি কর্মচারী-পেনশনভোগীরা বর্ধিত মহার্ঘ ভাতা (DA)বা মহার্ঘ ভাতা পাবেন।
Salary News: দেশের কোটি কোটি কর্মচারীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী যারা ডিএ (Dearness Allowance) বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন, এবার তাদের আশা সম্পূর্ণ হতে চলেছে। রিপোরট বলছে, শীঘ্রই সরকারি কর্মচারী-পেনশনভোগীরা বর্ধিত মহার্ঘ ভাতা (DA)বা মহার্ঘ ভাতা পাবেন। আগামী দুই সপ্তাহের মধ্যে এর জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। যেখানে ডিএ বৃদ্ধির ঘোষণা হবে।
সরকার বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে
কেন্দ্রীয় সরকার যে কোনও বছরে দুবার মহার্ঘ ভাতা বাড়ায় - জানুয়ারি এবং জুলাই মাসে। একটি ফিন্যান্সিয়াল মিডিয়া চ্যানেল এবং পোর্টালের প্রতিবেদনের মাধ্যমে এই খবর প্রকাশ্যে এসেছে। এর অর্থ দীপাবলির আগেই সরকারি কর্মচারীদের জন্য রঙিন আলোর ব্যবস্থা হতে চলেছে। সরকার শুধুমাত্র CPI-IW এর ভিত্তিতে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ্য ত্রাণের হার বাড়ায় অর্থাৎ ডিএ এবং ডিআর-এর হারে পরিবর্তন করে।
কর্মচারীদের মহার্ঘ ভাতা কত বাড়বে?
4 শতাংশ বা 3 শতাংশ?
কর্মচারীদের এই মহার্ঘ ভাতা (CPI-IW) শিল্প শ্রমিকদের জন্য উপভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে তৈরি করা হয়। এই ডিএ বৃদ্ধির পরে লক্ষাধিক কর্মচারী উপকৃত হতে চলেছেন। জানুয়ারি-জুলাইয়ের AICPI-IW তথ্য অনুযায়ী, সরকারি কর্মচারীদের ডিএ ৩ শতাংশ বাড়তে চলেছে। এই বর্ধিত মহার্ঘ ভাতা জুলাই 2024 থেকে প্রযোজ্য বলে বিবেচিত হবে।
কীসের ভিত্তিতে ৩ শতাংশ মহার্ঘ ভাতা গণনা করা হয়?
জুনের AICPI সূচক 141.4 পয়েন্টে এসেছে যা মে মাসের 139.9 পয়েন্টের চেয়ে বেশি। এর ভিত্তিতে মহার্ঘ ভাতার স্কোর এসেছে ৫৩.৩৬ শতাংশে। গতবার অর্থাৎ জানুয়ারিতে এই স্কোর ছিল ৫০.৮৪ শতাংশ। সর্বশেষ CPI-IW ডেটার পরে, মহার্ঘ ভাতা 3 শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
গতবার কত মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল?
সর্বশেষ মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছিল 2024 সালের মার্চ মাসে। কেন্দ্রীয় সরকার জানুয়ারি থেকে কার্যকরী, মূল্যবৃদ্ধি ভাতা (DA) এবং মহার্ঘ্যতা ত্রাণ (DR) উভয়ই 4 শতাংশ বৃদ্ধি করেছিল। এরপর ডিএ এবং ডিআরের হার ৫০ শতাংশের উপরে বেড়েছে।
আরও পড়ুন : New PPF Rules: পিপিএফের নতুন নিয়ম নিয়ে বিভ্রান্তি, সরকার স্পষ্ট করল সবকিছু