New PPF Rules: পিপিএফের নতুন নিয়ম নিয়ে বিভ্রান্তি, সরকার স্পষ্ট করল সবকিছু
PPF : পিপিএফের কোন নিয়ম নিয়ে এই বিভ্রান্তি তৈরি হয়েছে ?
PPF : পিপিএফের (Public Provident Fund) নতুন নিয়ম সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় হওয়া বিভ্রান্তি দূর করতে এবার সরব হল সরকার। ১ অক্টোবর থেকে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়মে (New PPF Rules) বদল নিয়ে স্পষ্ট করেছে সরকারি আধিকারিকরা। পিপিএফের কোন নিয়ম নিয়ে এই বিভ্রান্তি তৈরি হয়েছে ?
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভুল ব্যাখ্যা
পাবলিক প্রভিডেন্ট ফান্ড নিয়মে সাম্প্রতিক পরিবর্তনগুলি স্পষ্ট করেছেন সককারি কর্মকর্তারা। সাম্প্রতিক স্বল্প সঞ্চয়ের সার্কুলার থেকে উদ্ভূত বিভ্রান্তির সমাধান করতেই সরকার এই স্পষ্টীকরণ দিয়েছে । যা বিশেষ করে টুইটারের মতো প্ল্যাটফর্মে বেশি প্রভাব ফেলেছে। সরকার জনসাধারণকে সচেতন করার জন্য পিপিএফ স্কিম এবং এর নিয়ম সম্পর্কে কোনও বিভ্রান্তি এড়াতে সরকারি সাইটে এই বিষয়ে জানার পরামর্শ দিয়েছে। এই বিষয়ে রিপোর্ট করে CNBC-TV18 ।
রিপোর্টে কী বলা হয়েছে
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি আধিকারিকরা বলেছেন- অভিভাবক ছাড়া অপ্রাপ্তবয়স্কদের জন্য খোলা পিপিএফ অ্যাকাউন্টগুলি অনিয়মিত বলে ধরবে সরকার। এই ধরনের অ্যাকাউন্ট প্রতিষ্ঠিত নির্দেশিকাগুলি পূরণ করে না বলে মত দিয়েছেন তারা।
কিছু লোক কী করছে
নতুন নিয়মগুলি বিশেষভাবে অনিয়মিত অ্যাকাউন্টগুলির জন্যই গাইডলাইন দিয়েছে। যেখানে বলা হয়েছে ইরেগুলার অ্যাকাউন্টগুলি স্কিমের নির্দেশিকা অনুযায়ী চলে না। প্রতিবেদনে বলা হয়েছে যে, কিছু ব্যক্তি এক-অ্যাকাউন্ট-এক-ব্যক্তি সীমাকে এড়াতে নাবালকদের নামে একাধিক অ্যাকাউন্ট খুলেছে।
সমস্য়া হবে কাদের
স্বল্প সঞ্চয় বিজ্ঞপ্তির প্রাথমিক লক্ষ্য হল, এই অ্যাকাউন্টগুলিকে নিয়মিত করা এবং সেগুলি নিয়ম মেনে চলছে কিনা তা নিশ্চিত করা৷ সরকারের তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তি PPF নির্দেশিকাগুলিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের অ্যাকাউন্টগুলি চিহ্ণিত হবে এবং জটিলতার সম্মুখীন হতে পারে৷
কোন অ্যাকাউন্টগুলি বৈধ নয়
আপডেট করা নির্দেশিকাগুলি অনিয়মিত পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টগুলিকে ছয়টি বিভাগে ভাগ করেছে। এর মধ্যে রয়েছে NSS অ্যাকাউন্ট, একজন নাবালকের নামে খোলা PPF অ্যাকাউন্ট, একাধিক PPF অ্যাকাউন্ট, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যারা দাদা-দাদিদের দ্বারা খোলা হয়েছে যারা আইনি অভিভাবক নন এবং এনআরআইদের দ্বারা পিপিএফ অ্যাকাউন্টের এক্সটেনশন। এটি লক্ষ করা গুরুত্বপূর্ণ যে পিপিএফ অ্যাকাউন্টগুলি এখনও অপ্রাপ্তবয়স্কদের জন্য খোলা যেতে পারে, যদি এটি এক অভিভাবকের সঙ্গে করা হয়।
SBI FD Schemes: স্টেট ব্যাঙ্কে রয়েছে এই ৫ এফডি স্কিম, কত সুদ ; কেন রাখবেন এখানে ?