Dividend Stocks: এপ্রিলে এসেছে IPO, তালিকাভুক্ত হওয়ার পরেই ডিভিডেন্ড ঘোষণা এই টেলিকম সংস্থার
Bharati Hexacom Dividend: ২০২২-২৩ অর্থবর্ষে যেখানে এই সংস্থার ARPU ছিল ১৮৯ টাকা, সেখানে বিগত অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় ২০৪ টাকায়। এর আগের অর্থবর্ষের থেকে এবারে সংস্থার নেট আয় এসেছে ৫০৪ কোটি টাকা।
Bharati Hexacom Dividend: কিছুদিন আগেই ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে ভারতী হেক্সাকম (Bharati Hexacom Dividend)। গত মাসে অর্থাৎ ২০২৪ সালের এপ্রিলেই বাজারে এসেছিল ভারতী হেক্সাকমের আইপিও। ২০২৪ সালের ৩১ মার্চ শেষ হওয়া অর্থবর্ষের জন্য একটি চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করেছে এই টেলিকম সংস্থা। ১৪ মে মঙ্গলবার এই ডিভিডেন্ডের (Dividend Stocks) ঘোষণা করা হয়েছে সংস্থার বোর্ড মেম্বারদের অনুমতিক্রমে।
ভারতী হেক্সাকমের বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে এই সংস্থার শেয়ারহোল্ডারদের ৫ টাকা ফেসভ্যালুর প্রতিটি শেয়ারের জন্য ৪ টাকা হারে ডিভিডেন্ড (Bharati Hexacom Dividend) দেওয়া হবে। বার্ষিক সাধারণ সভা আয়োজিত হওয়ার ৩০ দিনের মধ্যেই এই ডিভিডেন্ড (Dividend Stocks) শেয়ারহোল্ডারদের অ্যাকাউন্টে পাঠান হবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।
২০২৩-২৪ অর্থবর্ষের মার্চ ত্রৈমাসিকে ভারতী হেক্সাকমের মুনাফা ১০ শতাংশ বেড়ে হয়েছে ২২৩ কোটি টাকা। অন্যদিকে এই সংস্থার মোট রেভিনিউ মার্চ ত্রৈমাসিকের জন্য ৭.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮৬৮ কোটি টাকা। এই সংস্থাটি মূলত কনজিউমার মোবাইল সার্ভিস, ফিক্সড লাইন টেলিফোন, ব্রডব্র্যান্ড পরিষেবা দিয়ে থাকে রাজস্থান এবং উত্তর-পূর্ব ভারতে। সংস্থার রিপোর্টে দেখা গিয়েছে এর ARPU অর্থাৎ Average Revenue Per User অনেকটাই বেড়ে গিয়েছে। ইয়ার-অন-ইয়ার বেসিসে মোবাইলের রেভিনিউ বেড়েছে ৬.৮ শতাংশ। ৪জি ও ৫জি গ্রাহকের সংখ্যাও ব্যাপক হারে বেড়ে গিয়েছে।
২০২২-২৩ অর্থবর্ষে যেখানে এই সংস্থার ARPU ছিল ১৮৯ টাকা, সেখানে বিগত অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় ২০৪ টাকায়। এর আগের অর্থবর্ষের থেকে এবারে সংস্থার নেট আয় যদিও অনেকটাই কম হয়েছে, সংস্থার ঘরে এসেছে ৫০৪ কোটি টাকা।
১৯৯৫ সালে তৈরি হয়েছিল ভারতী হেক্সাকম সংস্থা যা বর্তমানে উত্তর-পূর্ব ভারত অর্থাৎ অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতে টেলিকম পরিষেবা দিয়ে থাকে। এয়ারটেলের নামেই এই সংস্থার ব্যবসা চলে। ভারতী এয়ারটেলের সহযোগী সংস্থা বলা হয় এই ভারতী হেক্সাকমকে। ২০০৪ সালে ভারতী হেক্সাকম এই সংস্থায় ৭০ শতাংশ স্টেক নেওয়ার পর সংস্থার নাম হেক্সাকম ইন্ডিয়া থেকে বদলে হয় ভারতী হেক্সাকম।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: EV India: ভারতের বাজারে কম দামে ইভি আনতে চলেছে Leapmotor, কী পরিকল্পনা ?